সুজন কৈরী: রাজধানীর কদমতলী ও যাত্রাবাড়ী এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার উৎপাদন, মজুদ ও বিক্রি করায় ৬টি প্রতিষ্ঠানকে ৩৭ লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমান আদালত।
শনিবার সকাল থেকে রাত পর্যন্ত র্যাব-১০ পরিচালতি ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম।
রোববার র্যাব-১০ এর এএসপি এনায়েত কবির শোয়েব বলেন, অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করার পাশাপাশি ৪ জনকে ৩ মাস করে কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে কারখানাগুলো থেকে প্রায় ৩৬ লাখ টাকা মূল্যের প্রায় ১০০ টন মেশিনারী ও ২৫০ কয়েল অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার জব্দ করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা দীর্ঘদিন ধরে অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার উৎপাদন, মজুদ ও বিক্রি করছিলেন।