শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২১, ০৩:০৯ রাত
আপডেট : ০৭ মার্চ, ২০২১, ০৩:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফিক্সিংয়ে অভিযুক্ত লংকান তারকার সম্পত্তির হিসাব চেয়েছেন আদালত

স্পোর্টস ডেস্ক: [২] ম্যাচ ফিক্সিংয়ের মতো কেলেঙ্কারির অভিযোগ উঠেছে শ্রীলংকান তারকা ক্রিকেটার সচিত্র সেনানায়েকের বিরুদ্ধে। তাকে আগামী ১৪ দিনের মধ্যে সম্পত্তির আয়-ব্যয়ের হিসাব দাখিল করতে নির্দেশ দিয়েছে খেলাধুলার দুর্নীতি দমনের দায়িত্বে থাকা পুলিশ ইউনিট।

[৩] শ্রীলংকান প্রিমিয়ার লিগের (এলপিএল) সবশেষ আসরে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ওঠে লংকান জাতীয় দলের তারকা ক্রিকেটার সচিত্র সেনানায়েকের বিরুদ্ধে। এমন অভিযোগের কারণে গত বৃহস্পতিবার এই তারকা ক্রিকেটারকে লংকান দুর্নীতি দমন পুলিশ ইউনিটে ডাকা হয়েছিল। সেখানে তার ২৪ ঘণ্টার দীর্ঘ বিবৃতি রেকর্ড করা হয়।

[৪] গত বছর একটি সংবাদমাধ্যমে প্রতিবেদনে প্রকাশিত হয় লংকান তারকা স্পিনার ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত। অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেন সেনানায়েক।

[৫] সেই অভিযোগটি আইসিসির দুর্নীতি দমন ইউনিটের পাশাপাশি শ্রীলংকান ক্রিকেটের দুর্নীতি দমন ইউনিট তদন্ত করে।

[৬] ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে অভিযুক্ত সচিত্র সেনানায়েক গ্রেফতার এড়াতে আগাম জামিনের আবেদন করলে গত মঙ্গলবার তার সেই আবেদন প্রত্যাখ্যান করেন কলম্বোর ম্যাজিস্ট্রেট আদালত।

[৭] সচিত্র সেনানায়েক শ্রীলংকার হয়ে ৪৯ ওয়ানডে, ২৪টি টি-টোয়েন্টি ও একটি মাত্র টেস্ট ম্যাচ খেলে ৭৮ উইকেট শিকার করেন। ৩৬ বছর বয়সী এই অফস্পিনার জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেছেন ২০১৬ সালের ৯ সেপ্টেম্বর।- লঙ্কান টাইমস্

  • সর্বশেষ
  • জনপ্রিয়