শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২১, ০১:২৯ রাত
আপডেট : ০৭ মার্চ, ২০২১, ০১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইসিসির নতুন টেস্ট র‌্যাংকিং, বাংলাদেশকে ছাড়িয়ে গেলো আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক: [২] জানুয়ারিতে টেস্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশকে টপকিয়ে নবম স্থানে উঠে এসেছিল আফগানিস্তান। যদিও তা ছিল ভুল, ৫৭ রেটিং পয়েন্ট তোলা আফগানদের দেখানো হয়েছিল নবম স্থানে। অন্যদিকে ৫৫ রেটিং পয়েন্ট থাকা বাংলাদেশের অবস্থান ছিল ১০ নম্বরে। যদিও নিজেদের ভুল মেনে নিয়ে তা সংশোধন করে দিয়েছিল ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। তবে এবার আর ভুল নয়, সত্যিই টেস্টের সবচেয়ে কনিষ্ঠতম সদস্য দেশটির থেকে নিচে নেমে এসেছে বাংলাদেশ। মুমিনুলের দলের বর্তমান অবস্থান দশম।

[৩] শনিবার ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ ৩-১ ব্যবধানে জিতেছে ভারত। এরপরই র‌্যাংকিং প্রকাশ করে আইসিসি। যেখানে ৫৭ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে আফগানিস্তান। অন্যদিকে ৫১ পয়েন্ট নিয়ে দশম স্থানে নেমে এসেছে তামিম-মুশফিকরা।

[৪] গেল ২ মার্চ জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল আফগানিস্তান। আবুধাবিতে ম্যাচটি দুই দিনের মধ্যেই ১০ উইকেটে হারে আফগানরা। অন্যদিকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ।

[৫] এদিকে ইংলিশদের বিপক্ষে জয়ের পর ১২২ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে ভারত। ১১৮ পয়েন্টে দ্বিতীয় স্থানে নেমে এসেছে নিউজিল্যান্ড। ১১৩, ১০৫ ও ৯০ পয়েন্ট নিয়ে যথাক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও পাকিস্তান।

[৬] ৮৯ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকার অবস্থান ষষ্ঠ। ৮৩ পয়েন্টে শ্রীলঙ্কার অবস্থান সপ্তম ও ৮০ পয়েন্ট তুলে অষ্টম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। -  আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়