শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২১, ০৭:৫০ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২১, ০৭:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পীরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা এখন ভ্যানচালক

জাকির হোসেন:[২] ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার পাড়িয়া গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠী (সাঁওতাল) সম্প্রদায়ের বীর মুক্তিযোদ্ধা হাবেল হেমব্রম অভাবের সংসার চালাতে এখন ভ্যানগাড়ি চালক।বীর মুক্তিযোদ্ধা হাবেল হেমব্রম পীরগঞ্জ উপজেলার পাড়িয়া গ্রামের মৃত মঙ্গল হেমব্রমের ছেলে।
[৩] তিনি তার মুক্তিযোদ্ধা ভাতার ১২ হাজার টাকা প্রতি মাসে পেলেও নিজের চিকিৎসার ব্যয়সহ মোট ৯ জনের সংসার চালাতে না পেরে হিমশিম খেয়ে বাধ্য হয়ে ভ্যান চালাতে শুরু করেছেন।দেখা গেছে,গতকাল শুক্রবার বিকালে পৌরশহরে যাত্রীর অপেক্ষা করছিলেন বীর মুক্তিযোদ্ধা হাবেল হেমব্রম।
[৪] তার ভ্যানে যাত্রী হয়ে উঠেন গ্রীন ইউনিভার্সিটির সমাজ বিজ্ঞানের অধ্যাপক ড. আবুল হোসেন ও বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব  রেজাউল আলম উজ্জ্বল তাদের ভ্যান দাঁড়িয়ে ছিল পীরগঞ্জের বটতলায় কিন্তু হটাৎ দেখেই চমকে উঠেন পীরগঞ্জ ডিএন ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ফয়জুল ইসলাম তিনি বলেন,হাবেলদা আপনি একজন বীর মুক্তিযোদ্ধা হয়ে ভ্যানগাড়ী চালাচ্ছেন বলতেই তাকে সম্মান দেখাতে নেমে পড়েন ড.আবুল ও উজ্জ্বল।
[৫] এ সময় পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের অর্থ সম্পাদক সলেমান আলীসহ কয়েকজন এগিয়ে আসেন। এবং তাকে মিতালি হোটেলে নিয়ে গিয়ে খাবার খাওয়ান ও কুশল বিনিময় করেন।বৃদ্ধ বয়সে কেন ভ্যান চালাচ্ছেন মুক্তিযোদ্ধা হাবেল হেমব্রমকে জিজ্ঞাসা করলে তিনি কেঁদে কেঁদে বলেন অভাবের সংসার চালাতে ভ্যান চালক হতে হয়েছে আমাকে।
[৬] সেই সাথে ডায়াবেটিস, হার্ট, কোমর-হাঁটু ব্যথার ঔষধপত্র ও ৯ জনের বড় সংসার চালাতে হচ্ছে আমাকে। মুক্তিযোদ্ধা ভাতার ১২'হাজার টাকা দিয়ে সংসার চলে না আমার।অভাবের কারণে দুই ছেলে এসএসসি পাস করতে পারেনি। তাই বৃদ্ধ বয়সে ব্যাটারী চালিত চার্জার ভ্যান চালাতে হচ্ছে আমাকে।  সম্পাদনা:অনন্যা আফরিন
  • সর্বশেষ
  • জনপ্রিয়