শিরোনাম
◈ বিটিআরসি কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় আটক ২৮ ◈ মানবাধিকার সংগঠনের চোখে বাংলাদেশে 'মব সন্ত্রাস' উদ্বেগজনক, থামছে না কেন ◈ দেশের স্বার্থে বিএনপি-জামায়াত একসাথে কাজ করবে: জামায়াত আমির  (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলা‌দে‌শে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হলো না কেন? ◈ নেতৃত্ব বদলালেও সার্কের স্বপ্ন শেষ হয়নি: প্রধান উপদেষ্টা ◈ তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ ◈ তারেক রহমানের সাথে ডাকসু ভিপির সাক্ষাৎ, রাজনীতিতে নিজেদের মধ্যে ভিন্নতা বা বিভাজন থাকাটা গণতান্ত্রিক সৌন্দর্য ◈ বিমানের রেকর্ড মুনাফা: আয় ১১ হাজার কোটি ছাড়াল, লাভ বেড়েছে ১৭৮ শতাংশ ◈ বিটিআরসি ভবনে হামলা, আটক ৩০ ◈ মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমল, দেশীয় উৎপাদনেও বড় ছাড়: প্রেসসচিব

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২১, ০৭:৫০ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২১, ০৭:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পীরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা এখন ভ্যানচালক

জাকির হোসেন:[২] ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার পাড়িয়া গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠী (সাঁওতাল) সম্প্রদায়ের বীর মুক্তিযোদ্ধা হাবেল হেমব্রম অভাবের সংসার চালাতে এখন ভ্যানগাড়ি চালক।বীর মুক্তিযোদ্ধা হাবেল হেমব্রম পীরগঞ্জ উপজেলার পাড়িয়া গ্রামের মৃত মঙ্গল হেমব্রমের ছেলে।
[৩] তিনি তার মুক্তিযোদ্ধা ভাতার ১২ হাজার টাকা প্রতি মাসে পেলেও নিজের চিকিৎসার ব্যয়সহ মোট ৯ জনের সংসার চালাতে না পেরে হিমশিম খেয়ে বাধ্য হয়ে ভ্যান চালাতে শুরু করেছেন।দেখা গেছে,গতকাল শুক্রবার বিকালে পৌরশহরে যাত্রীর অপেক্ষা করছিলেন বীর মুক্তিযোদ্ধা হাবেল হেমব্রম।
[৪] তার ভ্যানে যাত্রী হয়ে উঠেন গ্রীন ইউনিভার্সিটির সমাজ বিজ্ঞানের অধ্যাপক ড. আবুল হোসেন ও বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব  রেজাউল আলম উজ্জ্বল তাদের ভ্যান দাঁড়িয়ে ছিল পীরগঞ্জের বটতলায় কিন্তু হটাৎ দেখেই চমকে উঠেন পীরগঞ্জ ডিএন ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ফয়জুল ইসলাম তিনি বলেন,হাবেলদা আপনি একজন বীর মুক্তিযোদ্ধা হয়ে ভ্যানগাড়ী চালাচ্ছেন বলতেই তাকে সম্মান দেখাতে নেমে পড়েন ড.আবুল ও উজ্জ্বল।
[৫] এ সময় পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের অর্থ সম্পাদক সলেমান আলীসহ কয়েকজন এগিয়ে আসেন। এবং তাকে মিতালি হোটেলে নিয়ে গিয়ে খাবার খাওয়ান ও কুশল বিনিময় করেন।বৃদ্ধ বয়সে কেন ভ্যান চালাচ্ছেন মুক্তিযোদ্ধা হাবেল হেমব্রমকে জিজ্ঞাসা করলে তিনি কেঁদে কেঁদে বলেন অভাবের সংসার চালাতে ভ্যান চালক হতে হয়েছে আমাকে।
[৬] সেই সাথে ডায়াবেটিস, হার্ট, কোমর-হাঁটু ব্যথার ঔষধপত্র ও ৯ জনের বড় সংসার চালাতে হচ্ছে আমাকে। মুক্তিযোদ্ধা ভাতার ১২'হাজার টাকা দিয়ে সংসার চলে না আমার।অভাবের কারণে দুই ছেলে এসএসসি পাস করতে পারেনি। তাই বৃদ্ধ বয়সে ব্যাটারী চালিত চার্জার ভ্যান চালাতে হচ্ছে আমাকে।  সম্পাদনা:অনন্যা আফরিন
  • সর্বশেষ
  • জনপ্রিয়