শিরোনাম
◈ তিন মাসের মধ্যে সালাম মুর্শেদিকে বাড়ি ছাড়তে হবে: হাইকোর্ট  ◈ সরকারের হাত থেকে রক্ষা পেতে জনগণকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে: বিএনপি ◈ সরকারের ফাঁদে পা দেইনি, দল ছাড়িনি, ভোটেও যাইনি: মেজর হাফিজ ◈ আমার একটাই চাওয়া স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া: স্বাস্থ্যমন্ত্রী ◈ জিম্মি জাহাজ উদ্ধারে অভিযান নয়, আলোচনা চায় মালিকপক্ষ ◈ বিএনপিকে আমরা কেন ভাঙতে যাবো, প্রশ্ন ওবায়দুল কাদেরের  ◈ হলমার্ক মামলায় তানভীর-জেসমিনসহ ৯ জনের যাবজ্জীবন ◈ রাখাইনে আরো একটি শহর দখল করেছে আরাকান আর্মি ◈ রেস্তোরাঁ মালিক সমিতির অভিযোগ, দেশে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাজউক ◈ সিলেটে পিকআপ-লেগুনা সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২১, ০৬:০৬ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২১, ০৬:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুলিয়ায় হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

এম এ হালিম:[২]  সাভারের আশুলিয়ায় পাঁচ’শ তিন পুড়িয়া হেরোইন ও প্রায় অর্ধশত পিচ মাদক ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।  শুক্রবার রাতে আশুলিয়ার বাইপাইল বাস স্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
[৩] আটকেরা হলেন আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার মৃত নূর হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম ও বাগেরহাট জেলার কচুয়া থানার মসনি গ্রামের মোবারক হোসেনের ছেলে মনির হোসেন।
[৪] পুলিশ জানায়, রাতে আশুলিয়ার বাইপাইল বিসমিল্লাহ হোটেলের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয় করছে এমন গোপন সংবাদে অভিযান চালানো হয়। এসময় সন্দেহভাজন জাহাঙ্গীর ও মনিরকে আটকের পর দেহ তল্লাশি চালিয়ে পাঁচ’শ তিন পুড়িয়া হেরোইন ও প্রায় অর্ধশত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
[৫] তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো দুই জন পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই মাদক ব্যবসায়ী পলাতক আবুল হোসেন ও জাহিদুল ইসলামের মাদক সংশ্লিষ্টতার কথা জানায়।
[৬] আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ বলেন, আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে আজ দুপুরে রিমান্ড চেয়ে  ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হবে। একই সাথে পলাতক দুই মাদক ব্যবসায়ীকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি। সম্পাদনা:অনন্যা আফরিন
  • সর্বশেষ
  • জনপ্রিয়