শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ তামিম ও রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২১, ০৫:৫৮ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২১, ০৫:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বৃটিশরা আজ থেকে অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণ করলে জরিমানা করা হবে

দেবদুলাল মুন্না:[২] অনুমতির জন্য একটি ফরম তৈরি করা হয়েছে। সেটি ফিলাপ করে জমা দিতে হবে। তিন পৃষ্ঠার একটি ফরম পূরণ করে তা সাথে রাখতে হবে। ফর্মে বিবরণ দিতে হবে তিনি কেন দেশ ত্যাগ করছেন। এই ফরম পূরণের অর্থ হলো, তিনি কর্তৃপক্ষকে জানিয়ে রাখবেন যে তিনি লকডাউনের নিয়মানুসারে ভ্রমণের অনুমতি রয়েছে। ফরম পূরণ করার পর তা ডাউনলোড করে অথবা মোবাইলে সঙ্গে রাখতে হবে। এ ফরমটি কোভিড পাসপোর্ট হিসেবে ব্যবহৃত হবে। খবর, বিবিসি ও গার্ডিয়ান।

[৩] গত শুক্রবার ব্রিটেনের সরকারি ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, আগামী ৮ই মার্চ থেকে আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রা করার আগে তাদের ফরমটি বহন করা বাধ্যতামূলক।

[৪] এ ফরম ছাড়া কেউই বিদেশ ভ্রমণ করতে পারবেন না। ভ্রমণের আগে নিশ্চিত করবে কর্তৃপক্ষ যে ফরমটি যথাযথ ফিলাপ করা হয়েছে কিনা। যদি কোন যাত্রী কোন কারণে তা প্রদর্শনে ব্যর্থ হন, তবে জরিমানার মুখোমুখি হতে হবে। বিমান সংস্থা বোডিংয়ের আগে ফরমগুলো সম্পূর্ণ হয়েছে কি না তা চেক করবে।

[৫] গত শনিবার থেকে দেশটির স্থলবন্দর ও বিমানবন্দরে পুলিশ মোতায়েন করা হয়েছে। ব্রিটেনে এখনও বাড়িতে থেকে কাজ করার নিয়ম রয়েছে। যার ফলে স্বেচ্ছাসেবক, শিক্ষাসবা কাজের জন্য বিদেশে বিনা অনুমতিতে ভ্রমণ বেআইনি। সরকারের রোড ম্যাপ অনুযায়ী আগামী ১৭ই মের পরে বিদেশে ভ্রমণের অনুমতি রয়েছে। এর আগে জরুরি ভিত্তিতে বিদেশে যাওয়ার জন্য এ ব্যবস্থা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়