শিরোনাম
◈ সরকারের ফাঁদে পা দেইনি, দল ছাড়িনি, ভোটেও যাইনি: মেজর হাফিজ ◈ আমার একটাই চাওয়া স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া: স্বাস্থ্যমন্ত্রী ◈ জিম্মি জাহাজ উদ্ধারে অভিযান নয়, আলোচনা চায় মালিকপক্ষ ◈ আওয়ামী লীগের সব শর্ত মেনেই এমপি হয়েছেন সাকিব: ওবায়দুল কাদের ◈ হলমার্ক মামলায় তানভীর-জেসমিনসহ ৯ জনের যাবজ্জীবন ◈ রাখাইনে আরো একটি শহর দখল করেছে আরাকান আর্মি ◈ রেস্তোরাঁ মালিক সমিতির অভিযোগ, দেশে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাজউক ◈ সিলেটে পিকআপ-লেগুনা সংঘর্ষে নিহত ৩ ◈ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে গাজায় ফিলিস্তিনিরা: জাতিসংঘ ◈ ময়মনসিংহে ৩ পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আসামি ছিনতাই

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২১, ১১:৪৩ দুপুর
আপডেট : ০৬ মার্চ, ২০২১, ১১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হংকং-এর নির্বাচন পদ্ধতি পাল্টানোর উদ্যোগ নেয়ায় চীনকে সতর্ক করলো ইউরোপীয় ইউনিয়ন

সালেহ্ বিপ্লব: [২] শুক্রবার শুরু হওয়া চীনের পার্লামেন্ট (ন্যাশনাল পিপলস কংগ্রেস) অধিবেশনে এ সংক্রান্ত সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। চীন সরকার জানিয়েছে, হংকংয়ের প্রশাসনিক কাউন্সিলে শুধুমাত্র দেশপ্রেমিক, অর্থাৎ চীনের প্রতি অনুগত ব্যক্তিরাই প্রতিনিধিত্ব করতে পারবেন। বিবিসি

[৩] ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) ভাইস  চেয়ারম্যান ওয়াং চেন বলেছেন, হংকংয়ে বিদ্যমান সংবিধান পর্যালোচনা করে দেখা হবে। প্রধান নির্বাহী ও  লেজিসলেটিভ কাউন্সিল নির্বাচনের বর্তমান নিয়ম খতিয়ে দেখা হবে। গার্ডিয়ান

[৪] হংকংয়ের ‘কেবল টিভি’ ও ’নাও টিভি’ জানায়, চীনের যে পরিকল্পনা, তাতে নির্বাচন কমিটির আকার বাড়ানোর কথা বলা হয়েছে। কমিটির সদস্য সংখ্যা ১২০০ থেকে বাড়িয়ে ১৫০০ করা হবে। আইনসভার আসন ৭০ থেকে বাড়িয়ে ৯০টি করা হবে।

[৫] চীনের এই কাজকর্ম একদমই ভালোভাবে নিচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন। ইইউ’র একজন মুখপাত্র জানান,  সিদ্ধান্ত নেয়ার আগে তার রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব ভেবে দেখতে হবে। হংকং-এর নির্বাচনে ভেটো দেয়ার যে ক্ষমতা চীন চাইছে, তা মৌলিক অধিকার, বহুদলীয় রাজনীতি এবং গণতন্ত্রের মূলনীতিকে ভূলুণ্ঠিত করবে। এই পথ থেকে সরে না এলে চীনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে ইউ মুখপাত্র উল্লেখ করেন। ইয়ন

[৬] আল জাজিরা জানিয়েছে, হংকংয়ের ডিস্ট্রিক্ট কাউন্সিলরদের নির্বাচন কমিটি থেকে বাদ দেয়া হবে। এই  কমিটি হংকংয়ের প্রধান নির্বাহী নির্বাচিত করে। বর্তমান কাঠামোর  বদলে প্রধান নির্বাহীর অধীনে একটি নতুন কাঠামো গঠন করা হবে। বিভিন্ন তদন্তের পর নতুন কাঠামোর অধীনে প্রার্থীদের নির্বাচনের জন্য অনুমোদন দেয়া হবে।

[৭] স্থানীয় গণমাধ্যমগুলোর ধারণা, আইন সভার পিছিয়ে যাওয়া নির্বাচন আরো বিলম্বিত করা হবে। ২০২২ সালের সেপ্টেম্বরের আগে আর নির্বাচন হবে না।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়