শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২১, ০১:১৪ রাত
আপডেট : ০৬ মার্চ, ২০২১, ০১:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোন গোষ্ঠীকে পিছিয়ে রেখে উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়: খাদ্যমন্ত্রী

আনিস তপন : [২] শুক্রবার (৫ মার্চ) নওগাঁর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থিক সামাজিক জীবন মানোন্নয়নের লক্ষ্যে ১৩০জন সুফলভোগীদের মাঝে উন্নতমানের বকনা গরু ও গো-খাদ্য উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

[৩] তিনি বলেন, কোন গোষ্ঠীকে পিছিয়ে রেখে উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়। তাই ক্ষুদ্র-নৃগোষ্ঠীর জীবন মান উন্নয়নে সরকার কাজ করছে।

[৪] মন্ত্রী বলেন, বর্তমান সরকার এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আলাদা একটি সেল গঠন করেছে। যাতে করে তারা সুশিক্ষায় শিক্ষিত হতে পারে এবং তাদের জীবন মান উন্নত করতে পারে।
[৫] সাধন চন্দ্র মজুমদার বলেন, শেখ হাসিনা মানেই উন্নয়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, বছরের প্রথম দিনে ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দেওয়া, রাস্তা ঘাটের উন্নয়ন, স্বাস্থ্য খাতের উন্নয়ন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবন মান উন্নয়ন।

[৬] আওয়ামী লীগ সরকার ২০০৮ সালে ক্ষমতায় আসার পর থেকে জামায়াত-বিএনপিসহ এমন কোন মানুষ নেই যারা প্রধানমন্ত্রীর সুবিধা পায় নাই।

[৭] বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, দেশে যখন করোনা ভাইরাস দেখা দেয় তখন তারা বলেছিলো, করোনায় না খেয়ে অনেক মানুষ মারা যাবে। কিন্তু সরকার করোনা মহামারী সফলভাবে মোকাবেলা করেছে। একটি মানুষও না খেয়ে মারা যায় নাই।

[৮] এছাড়াও দেশে যখন ভ্যাকসিন আনা হবে তখনও তারা বলেছিলো, এই ভ্যাকসিন নিলে মানুষ মারা যাবে কিন্তু এখনও একজন মানুষও মারা যায় নাই। তাই মন্ত্রী বিএনপি নেতাদের গোপনে না; প্রকাশ্যে ভ্যাকসিন নেওয়ার আহবান জানান।

[৯] এসময় উপজেলা নির্বাহী অফিসার জয়া মারিয়া পেরেরার সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়