শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২১, ০৭:২৯ সকাল
আপডেট : ০৫ মার্চ, ২০২১, ০৭:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আধিপত্য দেখাতে আইনমন্ত্রীর সামনে সংঘর্ষ, আহত ১০

এএইচ রাফি: [২] ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের সামনে নিজেদের পেশিশক্তি দেখাতে গিয়ে সম্ভাব্য দুই মেয়র প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের সামনের সড়কে এই ঘটনা ঘটে। দুপুর সোয়া একটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল। এই ঘটনায় অন্তত ১০জন আহত হয়েছে। এসময় প্রায় ১০টি মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে।

[৩] প্রত্যক্ষদর্শীরা জানায়, আইনমন্ত্রী আনিসুল হক কসবা উপজেলায় সড়ক পথে উপজেলা পরিষদ চত্বরে স্মার্ট ভোটার কার্ড বিতরণ করতে আসছিলেন। মন্ত্রী আসার প্রাক্কালে কসবা পৌরসভার নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র এমরান উদ্দিন জুয়েল এবং মেয়র প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি এমএ আজিজের সমর্থকরা বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।

[৪] এর কিছুক্ষণ পর দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। তবে কিসের থেকে সংঘর্ষের সূত্রপাত তা বলা যায়নি। প্রায় ১৫মিনিট সংঘর্ষ শেষে পরিস্থিতি শান্ত হয়।
এরপর আইনমন্ত্রী উপজেলা পরিষদে আসেন পূর্বনির্ধারিত অনুষ্ঠানে যোগ দিতে। অনুষ্ঠান চলাকালে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েন জুয়েল-আজিজ সমর্থকরা। তবে কি থেকে সংঘর্ষের সূত্রপাত কেউ জানাতে পারেননি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।

[৫] কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, এখনো পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হচ্ছে। বিস্তারিত পরে বলা যাবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়