শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২১, ০৬:১৫ সকাল
আপডেট : ০৫ মার্চ, ২০২১, ০৬:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ীর গোয়ালন্দে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৫ গ্রেপ্তার

ইউসুফ মিয়া :[২] গোয়ালন্দে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পুলিশের দাবি এরা সকলেই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।

[৩] গ্রেফতারকৃতরা হলো, ফরিদপুর সদর উপজেলার ভাজন ডাঙ্গা গুচ্ছ গ্রামের মুঞ্জু বেপারীর ছেলে মোঃ রাকিব বেপারী (২১), রাজবাড়ী সদর উপজেলার বিলচত্রার মোঃ বাচ্ছু মিয়ার ছেলে মোঃ রাজু মিয়া (২২), খানখানাপুরের মোঃ শাহাদতের ছেলে মোঃ সাগর (২২), গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া ১নং বেপারী পাড়ার আজাহার সরদারের ছেলে মোঃ কাদের সরদার (৪৫) ও কিয়ামদ্দিন মন্ডল পাড়ার শুকুর মোল্লার ছেলে সুজ্জাল মোল্লা (২০)।

[৪] থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর রাত ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দৌলতদিয়া ঘাট বাইপাস সড়ক সংলগ্ন ফাঁকা এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্যদের আটক করা হয়। তারা ঢাকা-খুলনা মহাসড়কে গাছের গুড়ি ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

[৫]  এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি রামদা, ৩ টি ছুড়ি, ১ টি নাইলনের রশি, ১টি মাঝারি আকারের গাছের গুড়ি ও ১টি মাঝারি আকারের প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। অভিযানকালে ডাকাত দলের অপর সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

[৬] এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে তাদেরকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়