হ্যাপি আক্তার: [২] শুক্রবার (৫ মার্চ) সকালে আগুন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। সময় ও যমুনা টিভি
[৩] ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।
[৪] তিনি জানান, সকাল ১০টা ৮ মিনিটে মধুবাগে একটি মুরগির দোকানে আগুন লেগেছিল। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি এ কর্মকর্তা।
[৫] তবে আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।