শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২১, ১২:৫৬ দুপুর
আপডেট : ০৫ মার্চ, ২০২১, ১২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খালেদা জিয়াকে জামিন নয়, গৃহবন্দী করে রাখা হয়েছে: ব্যরিস্টার রুমিন ফারহানা

মিনহাজুল আবেদীন: [২] বৃহস্পতিবার সময় টিভির টকশোতে বিএনপি সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যরিস্টার রুমিন ফারহানা (এমপি) বলেন, বাংলাদেশে আইন, বাক-স্বাধীনতা ও সু-শাসনের কথা বলা হলেও তার কোনও নমুনা নেই। তারা আদালত বিভাগকে নিয়ন্ত্রণ করছে। তার প্রত্যেক উদাহরণ খালেদা জিয়ার মামলাগুলো।

[৩] তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বিনা দোষে মামলা দিয়ে গৃহবন্দী করে রাখা হয়েছে। তার প্রত্যেকটি মামলা জামিনযোগ্য ছিলো। আওয়ামী লীগ বেগম খালেদা জিয়াকে ভয় পায়। সেজন্য তাকে মুক্তির নামে কারাগারে আবদ্ধ করে রেখেছে।

[৪] তিনি আরও বলেন, তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। দুদকের মামলায় হাজার হাজার মামলার জামিন দেয়া হয় কিন্তু বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে তা কার্যকর হয় না। তাকে রাজনীতি থেকে সরিয়ে দেয়া হচ্ছে। এমনকি বিএনপির সব কার্যক্রমে বিভিন্নভাবে পুলিশি বাধা প্রদান করছে। তবে সমাবেশ, বাস, হোটেল বন্ধ করলেও জনগণের আগ্রহ আরও বাড়ছে।

[৫] সিরাজগঞ্জ-২ আসনের (এমপি) অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত বলেন, একজনের দোষ অন্যের ঘাড়ে না চাপিয়ে নিজেদের দুর্বলতাগুলো ঠিক করুন। বিএনপি এ যাবত জনগণের জন্য কোনও কাজ করেনি। নিজেদের স্বার্থকে গুরুত্ব বেশি দিয়েছে। তবে তাদের সব বিষয়ে ন্যায় বিচারের সময় দিলেও তারা ব্যর্থ। সম্পাদনা: রাশিদ

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়