শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২১, ১২:১৬ দুপুর
আপডেট : ০৫ মার্চ, ২০২১, ১২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কঠোর কোয়ারেন্টিনে থাকার পর নিউজিল্যান্ডে শুরু টাইগারদের অনুশীলন পর্ব

মাহিন সরকার: [২] কঠোর কোয়ারেন্টিনে থাকার পর অবশেষে মুক্তি মিলেছে বাংলাদেশ দলের। শুরু হয়ে গেছে দলীয় অনুশীলন। স্বাভাবিকভাবেই দলে খুশির জোয়ার বইছে। যা বোঝা যায় সামাজিক যোগাযোগের মাধ্যমে মুশফিকুর রহিমের পোস্ট করা ছবি দেখলে। উইকেটের পাশে দাঁড়িয়ে হাসিমুখে থামস আপ দেখিয়ে মুশফিক লিখেছেন, ৮ দিন কোয়ারেন্টিনের পর দারুণ সেশন হলো। দলের বাকিদের মধ্যেও উচ্ছ্বাসের কমতি নেই।

[৩] নিউজিল্যান্ডে পা রাখার পর টানা ৮ দিন কোয়ারেন্টিনে থাকতে হয় পুরো দলকে। যার সঙ্গে জেলবন্দি থাকার তুলনা করেছিলেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। সেই অবস্থা কাটিয়ে বৃহস্পতিবার দলীয় অনুশীলন করেছে বাংলাদেশ দল।

[৪] ক্রাইস্টচার্চের লিঙ্কন বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত মাঠে চারটি গ্রুপে ভাগ হয়ে আলাদা সময়ে অনুশীলন করেছেন মুশফিক-তামিমরা। প্রতি গ্রুপে ৫ জন ক্রিকেটার ও ২ জন করে সাপোর্ট স্টাফ ছিলেন। মাঠে অনুশীলনের জন্য প্রতি গ্রুপের জন্য ২ ঘণ্টা করে বরাদ্দ রাখা হয়েছিল। তবে এখনও কোয়ারেন্টিন শেষ হয়নি। ফলে আগামী ৭ দিন এভাবেই গ্রুপ করে চলবে অনুশীলন। এরপর কুইন্সতাউনে ৫ দিনের ক্যাম্পে পুরো দল মিলে অনুশীলন চলবে।

[৫] প্রথম দিনের অনুশীলন হয়েছে মূলত ফিল্ডিং নিয়ে। অনুশীলন শেষে বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, আজকের অনুশীলনে আমরা ফিল্ডিংয়ে বেশি জোর দিয়ে কাজ করেছি, শর্ট ক্যাচ, হাই ক্যাচ নিয়ে। এখানে কিন্তু আবহাওয়া ও বাতাসের সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপার আছে। এ কারণেই ক্যাচিংয়ে জোর দিয়েছি। এরপর ছোট ছোট সেশনে ব্যাটিং ও বোলিং করেছি।

[৬] ফিল্ডিং নিয়ে কাজ করার পর ফিটনেস নিয়েও কাজ করেছি। কারণ ৭ দিন ফিটনেস নিয়ে কাজ করার সুযোগ ছিল কম। আজকে ট্রেনারের নির্দেশনা মেনে রানিং করেছি। এখন সামনে যে কয়দিন সুযোগ আছে আমরা নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করব। - ফেসবুক / বিসিবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়