শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২১, ১১:৫২ দুপুর
আপডেট : ০৪ মার্চ, ২০২১, ১১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কম মূল্যে ধানের বীজ বিতরণ, ক্ষতির মুখে রাজশাহীর ২,৪২৪ চাষিরা

মঈন উদ্দীন: [২] বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে (বিএডিসি) আমন ধানের বীজ সরবরাহ করে ক্ষতির মুখে পড়েছেন রাজশাহী অঞ্চলের দুই হাজার ৪২৪ জন চাষি। বিএডিসি থেকে তাদের বীজের যে দাম দেয়ার সিদ্ধান্ত হয়েছে তাতে উৎপাদন খরচই উঠবে না। তাই তারা চেক প্রত্যাখান করেছেন।

[৩] বিএডিসির রাজশাহী আঞ্চলিক কার্যালয় জানিয়েছে, মৌসুম শেষে চুক্তিবদ্ধ চাষিদের কাছ থেকে বীজ সংগ্রহ করা হয়। এবার বিএডিসির সঙ্গে চুক্তিবদ্ধ রাজশাহী জোনের চারটি জেলার দুই হাজার ৪২৪ জন চাষি আমন ধানের বীজ উৎপাদন করেছেন। বিএডিসির জন্য আমন ধানের বীজ উৎপাদন হয়েছিল চার জেলার প্রায় পাঁচ হাজার একর জমিতে। ডিসেম্বরের শেষের দিকে বীজ সংগ্রহ শুরু করে বিএডিসি। ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত বীজ সংগ্রহ করা হয়।

[৪] জোনের রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে মোট ২৯০ মেট্রিক টন বীজ সংগ্রহ করা হয়েছে। এবার মোটা বীজ ৩৮ টাকা কেজি ও চিকন বীজ ৩৯ টাকা দর নির্ধারণ করে দিয়েছে মন্ত্রণালয়। তিন দিন আগে চাষিদের চেক দেয়া শুরু হয়। কিন্তু দাম কম হওয়ার কারণে চাষিরা চেক গ্রহণ করেননি। দাম বৃদ্ধির দাবিতে বুধবার সকালে রাজশাহীতে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সকাল সাড়ে ১০টায় মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচির আয়োজন করেন বিএডিসির সঙ্গে চুক্তিবদ্ধ চাষিরা।

[৫] জানতে চাইলে বিএডিসির রাজশাহীর উপ-পরিচালক জহুরুল ইসলাম বলেন, ‘বাজারে ধানের মূল্য কত সেটা আমরা কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয় থেকে জেনে নিই। তার সঙ্গে ৩৫ শতাংশ বৃদ্ধি করে বীজের মূল্য নির্ধারণের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাই। সেখান থেকেই মূল্য নির্ধারণ হয়ে আসে। এবার আমরা যখন প্রস্তাব পাঠিয়েছিলাম তখন বাজারে ধানের দাম কম ছিল। পরে সেটা বেড়েছে। এর আগেই বিএডিসির সারাদেশের ৩৮টি জোনের জন্য বীজের মূল্য ঠিক হয়ে যায়। নির্ধারণ করে দেয়া এই দর ধরে চাষিরা চেক নেননি।’

[৬] এখন বীজের মূল্য ৩৮-৩৯ টাকা দেয়া হলে চাষিরা ক্ষতিগ্রস্ত হবেন বলে বিএডিসির এই কর্মকর্তা স্বীকার করেন। তিনি বলেন, ‘চাষিরা যেন ক্ষতিগ্রস্ত না হন সে জন্য আমরা বীজের মূল্য পুনঃনির্ধারণের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি। এবার বীজের মূল্য ৪৬ থেকে ৪৭ টাকা করার প্রস্তাব দিয়েছি। এই প্রস্তাব যদি অনুমোদন হয় তাহলে চাষিরা ক্ষতিগ্রস্ত হবেন না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়