শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২১, ০৮:২৮ সকাল
আপডেট : ০৪ মার্চ, ২০২১, ০৮:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে ডিএনসির অভিযানে প্রায় তিন কোটি টাকার মাদক ‘আইস’সহ আটক ১

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফে প্রায় তিন কোটি টাকার মূল্য মানের দুই কেজি শক্তিশালী মাদক আইসসহ আব্দুল্লাহ নামের এক মাদক কারবারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

[৩] বুধবার রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকা থেকে মাদক আইসসহ তাকে আটক করা হয়।আটক মোঃ আব্দুল্লাহ (৩১) হ্নীলা ইউপি জাদিমুড়া এলাকার গোলাল নবীর ছেলে।

[৪] বৃহস্পতিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল জানান, অনেকদিন যাবৎ মিয়ানমার থেকে শক্তিশালী মাদক আইস বা “ক্রিস্টাল মেথ” এর চালান বাংলাদেশে পাচার হয়ে আসছে এমন সংবাদের ভিত্তিতে সম্ভাব্য স্থানে গোপনে নজরদারী বাড়ানো হয়েছে।উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় দুই সহোদরের বাড়িতে আইসের চালান মজুদ রাখা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা ও পরিদর্শক জিল্লুর রহমানের নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে দুই কেজি আইসসহ মো: আব্দুল্লাহকে আটক করতে সক্ষম হয়। এসময় তার এক সহযোগী কৌশলে আব্দুর রহমান পালিয়ে যায়। পরে মাদকের চালান ল্যাবরেটরিতে পাঠিয়ে নিশ্চিত হন উদ্ধার মাদক শক্তিশালী আইস। যা ভয়ংকর মাদক ইয়াবার চেয়ে বুহুগুন শক্তিশালী বলে জানান তিনি। যা ইতোমধ্যে দেশে উদ্ধার হওয়া আইসের সবচেয়ে বড় চালান।উদ্ধারকৃত আইসের যার আনুমানিক মূল্য প্রায় তিন কোটি টাকা।

[৫] তিনি আরও জানান, এর আগে ঢাকায় ৬শ গ্রাম আইস উদ্ধার করা হয়েছিল। আটক করা হয়েছিল বেশ কয়েক জনকে। এ ঘটনায় আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়