শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২১, ০৮:০০ সকাল
আপডেট : ০৪ মার্চ, ২০২১, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অপূর্ব রানার যন্ত্রণা ছবিতে পুলিশের চরিত্রে প্রিয়াংকা জামান

ইমরুল শাহেদ: সামাজিক অসঙ্গতি ও মিল-গরমিলকে পটভূমিতে রেখে ‘যন্ত্রণা’ ছবিটি নির্মাণ করছেন অপূর্ব রানা। এ ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করছেন বাপ্পী চৌধুরী। কিন্তু তার বিপরীতে নায়িকা কে থাকবেন তা এখনো ঠিক করা হয়নি। তবে অপূর্ব রানা বলেছেন, দুই নায়িকাকে চুক্তিবদ্ধ করা আছে। তার যে কোনো একজনকে এই ছবিতে নেওয়া হবে এবং পরের ছবিতে নেওয়া হবে আরেকজনকে। বর্তমানে তিনি বাপ্পী চৌধুরী, আমান ও প্রিয়াংকা জামান, স্বাধীন, জাহিদ ইসলাম ও প্রিয়াংকা জামানকে নিয়ে পূর্বাইলের মেঘলা ষ্টুডিওতে কাজ করছেন।

নৃত্যপরিচালক রতনও শুটিংয়ে উপস্থিত ছিলেন। অপূর্ব রানা বলেন, এখানে করণীয় যা যা আছে, তা গত সাতদিনে ঘুটিয়ে আনা হয়েছে। প্রিয়াংকা জামান ও আমানকে নিয়ে একটি গানও চিত্রায়িত হয়েছে। এই ছবিতে প্রিয়াংকা জামান একজন পুলিশের চরিত্রে অভিনয় করছেন। ছবিটি প্রযোজনা করছে এসকেএস টপ লিমিটেড। অপূর্ব রানা রসিকতা করে বলেছেন, ‘একশ’ ছবির প্রবাহের মধ্যে আমার যন্ত্রণা ছবির কাজ শুরু হওয়ায় অনেকে মনে করছেন, এটিও বোধহয় সেই একশ’ ছবির মধ্যে আছে। কিন্তু তাতো নয়। আমার এই ছবিটি ভিন্ন ব্যানারের।’ এর আগে প্রযোজক একই হলেও ভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান ইয়নলিয়ন ইন্টারন্যাশনাল মুভিজ থেকে ‘খাস জমিন’ নামে একটি ছবি নির্মিত হয়েছে।

মৌলিক কাহিনী নির্ভর এই ছবিটি যাত্রার একজন নৃত্যশিল্পীকে নিয়ে নির্মিত হয়েছে। এই চরিত্রে অভিনয় করেছেন আইটেমগার্ল হিসেবে খ্যাতি পাওয়া বিপাশা কবীর। তার বিপরীতে নায়ক ছিলেন সাইমন সাদিক। খাস জমিন পরিচালনা করেন সারোয়ার হোসেন। দ্বিতীয় ছবিটি পরিচালনা করছেন অপূর্ব রানা। তিনি জানান, এটি তার ২১তম ছবি। লোকেশনে বাপ্পী চৌধুরীকে বেশ উৎফুল্ল মনে হচ্ছিল। কিন্তু একের পর এক শট দিতে দিতে তিনি কোনো অবসর পাচ্ছিলেন না। শুটিংয়ের পাশাপাশি অপূর্ব রানা আসন্ন পরিচালক সমিতির নির্বাচন নিয়েও তৎপরতা চালিয়ে যাচ্ছন। তিনি বর্তমানে এই সমিতির সাংগাঠনিক পদে আছেন। এবার সেই পদ পরিবর্তন করবেন বলে জানালেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়