শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২১, ০৭:৩৮ সকাল
আপডেট : ০৪ মার্চ, ২০২১, ০৭:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সীমান্তে অপরাধ না ঘটলে হত্যাকাণ্ডের ঘটনাও ঘটবে না: এস জয়শঙ্কর

কূটনৈতিক প্রতিবেদক:[২] রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ভারত চায় সীমান্তে এ ধরনের ঘটনা না ঘটুক। হত্যা ও অপরাধ কোনোটিই কাম্য নয়

[৩] তিস্তা প্রসঙ্গে বলেন, এ নিয়ে ভারত সরকারের অবস্থান অপরিবর্তিত। দ্রুত সময়ে উভয় দেশের পানি সচিব পর্যায়ের বৈঠক হবে।

[৪] প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশকে প্রথম গুরুত্ব দেয় ভারত।

[৫] তিনি বলেন, উভয় দেশের সংস্কৃতি, জ্বালানি, পানিসহ নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

[৬] বাংলাদেশের এলডিসি উত্তরণ মূলত বাংলাদেশের উন্নয়নের প্রতিচ্ছবি।

[৭] ভারতের প্রধানমন্ত্রীর সফরে সমঝোতা স্মারক চূড়ান্ত করতে একদিনের সংক্ষিপ্ত সফরে বিশেষ বিমানে বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

[৮] পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে ১১টা বৈঠকে মিলিত হন এস জয়শঙ্কর। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠক করবেন তিনি।

[৯] প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকায় আসছেন। ২৭ মার্চ উভয় প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে।

[১০] এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরে কানেক্টিভিটি, বাণিজ্য, আঞ্চলিক সহযোগিতা ও কোভিড পরবর্তী সময়ে সহযোগিতা নিয়ে আলোচনা হবে।

[১১] ভারত থেকে আমাদের প্রচুর কাঁচামাল আসে। এই মালামালের জন্য আমদানি রপ্তানি বাধা দূর করার বিষয়ে আলোচনা হবে।

[১২] প্রতিমন্ত্রী বলেন, ভারতের প্রধানমন্ত্রীর সফরকালে দুই দেশের মধ্যে একটি ট্রেন সার্ভিস উদ্বোধন হবে বলে আশা করছি।

[১৩] এর আগে গত ১৭ মার্চ দুই প্রধানমন্ত্রীর মধ্যে ভার্চ্যুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়।

[১৪] মোদীর সফর সামনে রেখে গত ২৮ থেকে ৩১ জানুয়ারি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন নয়াদিল্লি সফর করেন। সেসময় ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক করেন।

[১৫] গত ১৮ আগস্ট ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা ঢাকায় এসেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়