শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২১, ০৭:১১ সকাল
আপডেট : ০৪ মার্চ, ২০২১, ০৭:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সীমান্ত হত্যা, যোগাযোগ ও কোভিড ইস্যুতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিস্তর আলোচনা হয়েছে: ড. মোমেন

কূটনৈতিক প্রতিবেদক:[২] রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, উভয় দেশের যৌথ আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হবে।

[৩] ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশকে প্রথম গুরুত্ব দেয় ভারত।

[৪] তিনি বলেন, উভয় দেশের সংস্কৃতি, জ্বালানি, পানিসহ নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

[৫] বাংলাদেশের এলডিসি উত্তরন মূলত বাংলাদেশের উন্নয়নের প্রতিচ্ছবি।

[৬] ভারতের প্রধানমন্ত্রীর সফরে সমঝোতা স্মারক চূড়ান্ত করতে একদিনের সংক্ষিপ্ত সফরে বিশেষ বিমানে বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

[৭] পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে ১১টা বৈঠকে মিলিত হন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠক করবেন তিনি।

[৮] প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকায় আসছেন। ২৭ মার্চ উভয় প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে।

[৯] এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরে কানেক্টিভিটি, বাণিজ্য, আঞ্চলিক সহযোগিতা ও কোভিড পরবর্তী সময়ে সহযোগিতা নিয়ে আলোচনা হবে।

[১০] ভারত থেকে আমাদের প্রচুর কাঁচামাল আসে। এই মালামালের জন্য আমদানি রপ্তানি বাধা দূর করার বিষয়ে আলোচনা হবে।

[১১] প্রতিমন্ত্রী বলেন, ভারতের প্রধানমন্ত্রীর সফরকালে দুই দেশের মধ্যে একটি ট্রেন সার্ভিস উদ্বোধন হবে বলে আশা করছি।

[১২] এর আগে গত ১৭ মার্চ দুই প্রধানমন্ত্রীর মধ্যে ভার্চ্যুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়।

[১৩] মোদীর সফর সামনে রেখে গত ২৮ থেকে ৩১ জানুয়ারি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন নয়াদিল্লি সফর করেন। সেসময় ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক করেন।

[১৪] গত ১৮ আগস্ট ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা ঢাকায় এসেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়