শিরোনাম
◈ ইরানে ইসরায়েলের হামরার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২১, ১০:৩৭ দুপুর
আপডেট : ০৪ মার্চ, ২০২১, ১০:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাজী হানিয়াম মারিয়া: কালো বলে কিউট আর সাদা হলেই সুন্দর ভাবনা থেকে বের হয়ে আসা জাতির জন্য অভিনন্দন

কাজী হানিয়াম মারিয়া: ছোটরা যখন নতুন নতুন পড়তে শেখে, তখন তাদের সংবাদপত্রের হেডলাইন পড়তে দেয় বাবা-মারা। অন্তত আমার সঙ্গে তাই হয়েছে এবং আমরাও পরবর্তী জেনারেশনের সঙ্গে তাই করছি। ফন্ট বড় থাকার কারণে বাচ্চারা সহজেই পড়তে পারে। কিন্তু অনলাইনের যুগ আসার পর এমন অনেক শিরোনাম চোখে পড়েছে, যার সঙ্গে ভেতরের সংবাদের কোনো সংশ্লিষ্টতা নেই। শিরোনামকে পাঠকদের কাছে মুখরোচক, চটকদার বা পত্রিকার কাটতি বাড়াতে একশ্রেণির অসাধু সাংবাদিকদের কাজ। সমাজের প্রতি দায়বদ্ধতা তাদের নেই বললেই চলে। ভাগ্যিস, সেই পত্রিকাগুলোর প্রিন্ট সংস্করণ আমার চোখে পরে না। আর বাচ্চাদেরও পড়তে দেয়ার তো প্রশ্নই আসে না। তবে সংবাদপত্রের শিরোনামের এই আমূল পরিবর্তন আসলে আমাদের মানসিকতার পরিবর্তনের সঙ্গে জড়িত। আমাদের মনের কুৎসিত ভাবনাগুলোই যেন ছড়িয়ে পড়ছে। তারপরও আজকে প্রথম আলোর শিরোনাম নিয়ে যে সমালোচনা বা ক্ষোভ চলছে তা দেখে আমি আসলে মিলাতে পারছি না।

ব্যক্তিগতভাবে চেনা কিছু আলোকিত মানুষের প্রতিবাদ নিয়ে কথা বলছি না। কিন্তু কয়েকজনকে তো চিনি-জানি, তাদের প্রতিবাদী রূপ একটু খটকা লাগছে মনে। তবুও... আমি খুশি। কারণ মানুষ বদলেছে, তাদের মানসিকতা সুন্দর হয়েছে। এখন শুধু অনুরোধ থাকলো, আপনার মা-দাদী-নানী-ফুপি-খালা-শাশুড়ি-মাউই মা যখন হা-হুতাশ করবে কালো মেয়ে বিয়ে দেবে কেমনে, বাপ-মা ফর্সা তো বাচ্চা কালো কেমনে হইলো তখন এমনি করে সমালোচনা করে থামাবেন। শুধু নিজের মেয়ে-বোনের জন্য না করে, যেকোনো মেয়ের জন্য এই সুন্দর চিন্তা করবেন। নিজের বা ভাইয়ের বা পুত্রের বা বন্ধুর বিয়ের জন্য ধবধবা ডিমান্ড করবেন না। তখন আবার পার্সোনাল চয়েজ বলে কেটে পরবেন না যেন। মানলাম প্রথম দর্শনে মন বোঝা যায় না, কিন্তু জীবনে চলতে গেলে সুন্দর মনেরই দরকার হয়। কালো বলে কিউট আর সাদা হলেই সুন্দর ভাবনা থেকে বের হয়ে আসা জাতির জন্য অভিনন্দন।

অফ-টপিক: গত ৩০ শে জানুয়ারি, সাতক্ষীরায় একটি ইতিহাস রচনা হয়েছে। কলোরোয়ায় দিথি খাতুন নামে তৃতীয় লিঙ্গের একজন কাউন্সিলার নির্বাচিত হয়েছেন। সাদা-কালো, ছেলে-মেয়ে ধুয়ে পানি খাবার যুগ আসলেই শেষ হতে চললো। আমি আশাবাদী! ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়