শিরোনাম

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২১, ১০:৩৫ দুপুর
আপডেট : ০৪ মার্চ, ২০২১, ১০:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জান্নাতুল নাঈম প্রীতি: কালো নিয়ে এই যে মাতামাতি দেখছেন, সেটা ওই একই জিনিস যেটা ফর্সার ক্ষেত্রে এতোদিন মার্কেটে করা হয়েছে

জান্নাতুল নাঈম প্রীতি: প্রথম আলো তাদের নকশার প্রচ্ছদ প্রতিবেদনে ছেপেছে- ‘কালো, তবু সুন্দর’। পাশে দুজন কালো চামড়ার নারীর ছবি। আপনার মনে হবে-আরে, প্রথম আলোর কী এথিকস নেই? কালো হলে কি সুন্দর হতে পারবে না? শোনেন, কালো নিয়ে এই যে মাতামাতি দেখছেন, সেটা ওই একই জিনিস যেটা ফর্সার ক্ষেত্রে এতোদিন মার্কেটে করা হয়েছে। একটা প্রডাক্টের নাম ফেয়ার অ্যান্ড লাভলি থেকে গ্লো অ্যান্ড লাভলি হয়ে গেছে। যখন তারা টের পেয়েছে ফেয়ার হওয়ার মন্ত্র দিয়ে আর বেশি বাটপারি করা যায় না, তখন বেছে নিয়েছে উজ্জ্বলতাকে। এরপর একই কায়দায় যদি ‘ব্লাক অ্যান্ড লাভলি’বের হয় তাহলেও ঘটনা সেমই থাকবে। একইভাবে ছেলেপেলে চে গুয়েভারার টিশার্ট পরে ঘোরে, কিন্তু তাকে চেনে না। অথচ দুনিয়ায় যে কয়টা চে’র টিশার্ট আছে সেই কয়টার অর্ধেকের অর্ধেক চে’র মতো হলেও কি দুনিয়ায় এতো ফ্যাসিস্ট রেজিমেন্ট তৈরি হতে পারতো? পারতো না।

আপনি বিপ্লব করবেন, মার খাবেন আর দেখবেন আপনার ছবি নিউজ পেপারে ছেপে হাজার হাজার টাকা কামাবে দুনিয়ার নিউজ পেপার। আপনার বিপ্লব বিক্রি হবে পত্রিকার কাটতি বাড়াতে। শেষ পর্যন্ত একটাই কথা-পণ্য কেনেন ভালো, কিন্তু পণ্য হয়েন না। কিন্তু আমি জানি, এই বাক্যটাও পণ্যের মতো করে বেচে দেওয়ার অস্ত্র আপনার হাতে আমি তুলে দিলাম। অতঃপর পুঁজিবাদের কোনো অবদানকে আপনি অস্বীকার করবেন? ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়