শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২১, ০৮:৪০ সকাল
আপডেট : ০৪ মার্চ, ২০২১, ০৮:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভালুকায় সন্তানকে বাঁচাতে গিয়ে মা সহ নিতহ-৩

আবুল বাশার শেখ: ময়মনসিংহের ভালুকার ধীতপুর ইউনিয়নের বহুলী এলাকায় প্রভিটা গ্রুপের সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া তিন বছরের শিশুকে বাঁচাতে গিয়ে শিশুর মা ও এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৩মার্চ) বিকেলে। নিহতরা হলেন রুহিত বাউচি (৩), তার মা শ্রীমতি রুলী (৩০) এবং প্রভিটা গ্রুপের শ্রমিক হৃদয় হাসান (২২)।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনিম সারোয়ার জানান, নিহত রুহিতের বাবা সজল বাউচি প্রভিটা গ্রুপের একজন ইঞ্জিনিয়ার। তারা আবাসিক কোয়ার্টারে থাকতেন। বিকেলে রুহিত খেলা করার সময় প্রভিটা গ্রুপের সেপটিক ট্যাংকের কাগজ দিয়ে ঢাকা ভাঙ্গা ঢাকনা দিয়ে ভেতরে পরে যায়। তাকে বাঁচাতে গিয়ে তার মা শ্রীমতি রুলী সেপটিক ট্যাংকে ঝাপ দেয়। এ সময় তাদের বাঁচাতে গিয়ে হৃদয় ঝাপ দিলে কেউ আর উঠতে পারেনি। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে প্রায় ৩ঘন্টা ময়মনসিংহ ডুবুরি ইউনিটের সহযোগীতায় নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে নিহতদের লাশ ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভালুকা মডেল থানার এস আই আতোয়ার জানান, বিকেলে রুহিত খেলা করার সময় প্রভিটা গ্রুপের সেপটিক ট্যাংকের কাগজ দিয়ে ঢাকা ভাঙ্গা ঢাকনা দিয়ে ভেতরে পরে যায়। তাকে বাঁচাতে গিয়ে তার মা শ্রীমতি রুলী সেপটিক ট্যাংকে ঝাপ দেয়। এ সময় তাদের বাঁচাতে গিয়ে হৃদয় ঝাপ দিলে কেউ আর উঠতে পারেনি। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়