শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২১, ০৮:৩৬ সকাল
আপডেট : ০৪ মার্চ, ২০২১, ০৮:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশুগঞ্জে পিকআপে মিললো ৩৬ কেজি গাঁজা, ০২ জন মাদক ব্যবসায়ী আটক

গোলাম সারোয়ার: ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন টোলপ্লাজা এলাকা থেকে ৩৬ কেজি গাঁজা, ০১ টি পিকআপ এবং মাদক বিক্রয়ের নগদ-৬৮০০/- টাকা‘সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প।

বুধবার দুপুরে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

র‌্যাব সূত্রে প্রকাশ, গত ০২ মার্চ ২০২১ ইং তারিখ গভীর রাতে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকা হইতে নীল-হলুদ রংয়ের ঞঅঞঅ ঢাকা মেট্রো-ন-১৬-২৮২৯ পিকআপে করে মাদকদ্রব্যের একটি বড় চালান ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার অনুমান ২০০ গজ পূর্ব দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকা গামী লেনের উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী কাশিনগর গ্রামের বিজয়নগর উপজেলার ব্রাহ্মণবাড়িয়া জেলার মৃত আঃ খালেকের ছেলে মোঃ কালু মিয়া(২৫) এবং গাছতলা ঘাট এলাকার ভৈরব উপজেলার কিশোরগঞ্জ জেলার মৃত শামসু মিয়ার ছেলে মোঃ নিরব মিয়া (১৮) দেরকে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীদের নিকট হতে ৩৬ কেজি মাদকদ্রব্য গাঁজা, ০১ টি পিকআপ এবং মাদক বিক্রয়ের নগদ ৬৮০০/- টাকা উদ্ধার করে জব্দ করা হয়।

ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে নিয়ে আসত। তারা বর্ণিত গাঁজার চালানটি রাজধানীর জনৈক ব্যক্তির নিকট বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছে বলে ধৃত আসামীরা স্বীকার করে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়