শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২১, ০৬:৪৫ সকাল
আপডেট : ০৪ মার্চ, ২০২১, ০৬:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গৃহকর্মীকে গালি দেওয়ায় সাবেক চেয়ারম্যান আব্দুল হক মিয়া খুন

ডেস্ক রিপোর্ট : গৃহকর্মীকে গালি দেওয়ায় খুন হয়েছেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেওচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আব্দুল হক মিয়া।

মঙ্গলবার (২ মার্চ) গৃহকর্মী জমিরের স্বীকারোক্তিতে বেরিয়ে আসলো এমন চাঞ্চল্যকর তথ্য।

পুলিশি জিজ্ঞাসাবাদে জমির বলেন, বেতন বাড়িয়ে দেওয়ার কথা বললেই রাগারাগি, গালমন্দ করতেন আব্দুল হক মিয়া। তাতেই ক্ষুব্ধ হয়ে আব্দুল হক যখন ঘুমন্ত অবস্থায় তখন প্রথমে লোহার রড দিয়ে সজোরে আঘাত করেন তিনি, এরপর মুখে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা করেন কিন্তু তাতেও মৃত্যু নিশ্চিত না হতে না পারায় নিজের ছুরি দিয়ে বারবার অসংখ্য আঘাত করে আব্দুল হকের মৃত্যু নিশ্চিত করেন।

পুলিশ জানায়, সোমবার ভোর পাচটায় জমির এই নির্মম হত্যাকাণ্ডের শুরু করেন। পরে এই হত্যাকান্ডকে ডাকাতি ঘটনা সাজাতে ঘরের মালামাল ভাংচুর করেন জমির। পরবর্তীতে নিজেই নিজের হাত-পা বাধা চেষ্টা করলেও ব্যর্থ হন। এরপর লাশের পাশেই শুয়ে থাকেন। পরে কাজের বুয়া এসে ঘটনা দেখে চিৎকার করেন। পরে স্থানীয় লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়।

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর আব্দুল হকের বাড়ির পুকুর থেকে তিনটি মোবাইল উদ্ধার করা হয়।

গৃহকর্মী জমির পুলিশকে ভিন্ন ভিন্ন তথ্য দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছে। কিন্তু একপর্যায়ে সে খুনের ঘটনা বিস্তারিত বর্ণনা করে। তার দেওয়া তথ্য যাচাই বাচাই করে দেখা হচ্ছে। এ হত্যাকাণ্ড আরও কেউ জড়িত আছে কি না, তা দ্রুততম সময়ের মধ্যে জানা যাবে, বলেন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি-সাতকানিয়া সার্কেল) জাকারিয়া রহমান জিকু।

গত সোমবার সকালে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে সাবেক এই চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল হক মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। সূত্র-পিপিবিডি.কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়