আব্দুল্লাহ যুবায়ের: [২] মঙ্গলবার স্থানীয় হাসপাতালের এ চিকিৎসক বলেন, বহু বছর ধরে তার উচ্চ রক্তচাপ ছিলো। ফলে প্রথমবার টিকা নেওয়ার পর, তার পা দুটো ফুলে গিয়েছিলো। এছাড়া আমরা তার শরীরে অন্য কোন সমস্যা খুঁজে পাইনি। এনডিটিভি
[৩] তিনি আরও বলেন, প্রথম ধাপে আমাদের হাসপাতালে স্বাস্থ্যকর্মীসহ ফ্রন্টলাইনে যারা রয়েছেন, তাদের টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে নানান রোগে আক্রান্ত ৪৫ উর্ধ্ব বয়সীদের টিকা প্রয়োগ করা হচ্ছে। এখন পর্যন্ত এটাই প্রথম মৃত্যুর ঘটনা।
[৪] নিহত সুখদেভ একজন চক্ষু বিশেষজ্ঞের গাড়ি চালাতেন। এজন্য ২৮ জানুয়ারি তিনি স্বাস্থ্যকর্মী পরিচয়ে প্রথম ডোজ টিকা নিয়েছিলেন।
[৫] মঙ্গলবার পর্যন্ত এ রাজ্যটির ৩৩ হাজার ৪৪ জন মানুষ করোনার টিকা নিয়েছেন। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল