কূটনৈতিক প্রতিবেদক: [২] বুধবার ভাচ্যুয়াল ব্রিফিংয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, অনেকে বলেছেন ৪ থেকে ৫ বিলিয়ন ডলার রপ্তানি কমে যাবে। তারা যেভাবে বলছেন এটা ঠিক নয়।
[৩] তিনি বলেন, গ্রাজুয়েশনের ফলে আগের সমস্যা যা ছিল থাকবে না, আরও সুযোগ সৃষ্টি হবে।
[৪] আগে যারা উন্নয়নশীল দেশে উত্তরণ করেছে তারা সবাই লাভবান হয়েছে, আমরাও লাভবান হব।
[৫] অর্থমন্ত্রী বলেন, জাতিসংঘে আমার সর্বশেষ সফরে সাইডলাইনে সিডিপি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়। অনেক কষ্ট করে একটা দেশ এলডিসি থেকে গ্রাজুয়েশনের পর্যায়ে পৌঁছায়। এই জন্যই এলডিসি থেকে বের হওয়ার প্রস্তুতি নিতে বাড়তি দুই বছর সময় চাওয়া হয়েছে।
[৬] বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়বে উল্লেখ করে বলেন, এলডিসি থেকে উত্তরণে মধ্য দিয়ে বিদেশিদের সেই ভয়টা কেটে যাবে। ফলে দেশের অর্থনীতি দিন দিন শক্তিশালী হবে।
[৭] এলডিসি থেকে উত্তরণ হলে দেশের ব্যাংকের মাধ্যমে সরাসরি বড় এলসি খোলা যাবে।