প্রশান্ত কুন্ডু: [২] মো. জসীম উদ্দিন হায়দার বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণেই আজ আমরা স্বাধীন ভাবে কথা বলতে পারছি। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের রোল মডেল তৈরি করেছেন।
[৩] তিনি আরো বলেন, সকলের সমন্বিত সহযোগিতায় উন্নতশীল বাংলাদেশ গঠনে উজিরপুর অগ্রণী ভূমিকা পালন করবে।
[৪] মঙ্গলবার (২ মার্চ) দুপুরে উজিরপুর উপজেলা পরিষদের সভাকক্ষে নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, সহকারী পুলিশ সুপার (উজিরপুর সার্কেল) আবু জাফর মোঃ রহমতউল্লাহ, পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা ওয়াদুদ সরদার, ওসি জিয়াউল আহসান, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহাদাত হোসেন প্রমুখ।
[৫] মতবিনিময় শেষে জেলা প্রশাসক মাননীয় প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত হতদরিদ্রদের ঘর ও তারাবাড়ির উগ্র তারা মন্দির পরিদর্শন করেন।