শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২১, ০৯:৩৯ সকাল
আপডেট : ০৩ মার্চ, ২০২১, ০৯:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এক ওভারে সর্বোচ্চ রান নেওয়ার রেকর্ড গড়ে ওয়ার্নারকে টপকে দুইয়ে ম্যাক্সওয়েল

স্পোর্টস ডেস্ক: [২] যে ম্যাক্সওয়েলকে ছেড়ে দিল পাঞ্জাব, সেই ম্যাক্সওয়েলকে আগের চাইতেও বেশি মূল্যে এবারের আইপিএলে কিনে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কিন্তু দলে নেবার পরই যেন মাথায় হাত। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে রান নেই তার ব্যাটে। তবে তৃতীয় টি-২০তে এসে আরসিবিকে যেন প্রাণ ফিরে দিলেন ম্যাক্সওয়েল। কিউই বোলারদের পিটিয়ে তৃতীয় টি-টোয়েন্টিতে ঝড় তুলে খেললেন ৩১ বলে ৭০ রানের দুর্দান্ত এক ইনিংস।

[৩] ওয়েলিংটনে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতে ওয়েড বিদায় নিলেও ঝড় তোলেন ফিঞ্চ। ২৭ বলে ৪৪ রান করে ফিলিপসের বিদায়ের পর ব্যাট হাতে নামেন ম্যাক্সওয়েল। দীর্ঘদিন রান খরায় ভোগা ফিঞ্চ তুলে নেন ৩৪ বলে ফিফটি।

[৪] ঝড় তুলে ফিফটির দিকে এগুতে থাকেন ম্যাক্সওয়েলও। যেখানে ইনিংসের ১৭তম ওভারে জিমি নিশামের এক ওভারে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ২৮ রান নেন ম্যাক্সওয়েল যা অস্ট্রেলিয়ান হিসেবে এক ওভারে দ্বিতীয় সর্বোচ্চ রান নেওয়ার রেকর্ড। এরই সাথে ২৫ বলে ৫০ ও তুলে নেন ম্যাক্সি।

[৫] শেষ পর্যন্ত ৫ ছক্কা ও ৮ বাউন্ডারিতে ৩১ বলে ৭০ রানের ঝড়ো ইনিংস খেলে বিদায় নেন ম্যাক্সওয়েল। এরই সাথে অস্ট্রেলিয়া হিসেবে টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডে ওয়ার্নারকেও টপকে গেছেন তিনি। এখন ম্যাক্সওয়েলের ছক্কার সংখ্যা ৯২। ওয়ার্নারের ছক্কা ৮৯ টি ও উপরে থাকা ফিঞ্চের ছক্কা ৯৯ টি। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়