শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২১, ০৯:২৬ সকাল
আপডেট : ০৩ মার্চ, ২০২১, ০৯:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আড়াইহাজারে ফেন্সিডিলসহ আটক ২

এমএ হাকিম ভূ্ইঁয়া: [২] নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১৫৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় দুই যুবককে আটক করা হয়।

[৩] আটককৃতরা হলেন-সিলেট জেলার জকিগঞ্জ থানাধীন গদিরশি (সুলতানপুর) এলাকার হাসিব মিয়ার ছেলে ফেন্সিডিল বহনকৃত ট্রাকের চালক সালমান ও সেনাপতিরচর এলাকার হেলপার সাজ্জাদ আলীর ছেলে মঈনুল।

[৪] বুধবার (৩ মার্চ) তাদের নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়।

[৫] এর আগে গত মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা-সিলেট মহাসড়কের স্থানীয় দেবৈই ঈদমাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। এসআই রিয়াজউদ্দিন রনি বাদি হয়ে মামলা করেন।

[৬] আড়াইহাজার থানায় ওসি’র দায়িত্বে থাকা ওসি তদন্ত আনিসুর রহমান জানান, ১৫৩ বোতল ফেন্সিডিল নিয়ে গাড়ীর চালক ও হেলপার সিলেট থেকে ঢাকায় যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ঢাকা-সিলেট মহাসড়কের স্থানীয় দেবৈই ঈদমাঠ এলাকায় অবস্থান নেয়।

[৭] ওসি তদন্ত আরও জানান, হবিগঞ্জ-ড-১১-০০৮৪ নম্বরের একটি ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। এক পর্যায়ে ১৫৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়