যশাের প্রতিনিধি: [২] যশােরের উপজেলা থেকে অজ্ঞাত ব্যক্তির (৪০) মরদহ উদ্ধার করছ পুলিশ। বুধবার ৩ মার্চ সকালে উপজলার ধােপাদী গ্রামের কবিরাজ পাড়ার একটি বাগান থেকে অভয়নগর থানা পুলিশ এবং পিবিআই মিলে মরদহটি উদ্ধার করে। মরাদেহটি একটি দেবদারু গাছের সাথে বাঁধা ছিল।
[৩] পুলিশ ও এলাকাবাসীর কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, বুধবার সকাল দশটার দিকে উপজেলার ধােপাদী গ্রামের কবিরাজ পাড়ার আমিরুল কবিরাজর বাগান এক ব্যাক্তির মরদহ পড় থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
[৪] মরদহটির গলা ও হাটুর সাথ একটি দবদারু গাছের গাড়ায় বাঁধা ছিল। পুলিশ এরপর ঘটনাস্থলে গিয়ে মরদহটি উদ্ধার করে থানায় নিয়ে আস। পুলিশ এখনও লাশটির পরিচয় উদ্ধার করতে পারেনি। সম্পাদনা:অনন্যা আফরিন