শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২১, ০৬:৩৯ সকাল
আপডেট : ০৩ মার্চ, ২০২১, ০৬:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিজেদের স্বার্থে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে সমর্থন দিচ্ছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডস্কে : [২] ইংল্যান্ড-ভারত সিরিজে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ভাগ্য ঝুলে রয়েছে অস্ট্রেলিয়ার। ভারতের বিপক্ষে শেষ টেস্টে ইংল্যান্ড জিতলেই কেবল টেস্ট ক্রিকেটের মর্যাদার এই ফাইনালে খেলতে পারবে অস্ট্রেলিয়া।

[৩] ভারত-ইংল্যান্ড সিরিজে এখনও ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত। শেষ টেস্টে বিরাট কোহলির দল অন্তত ড্র করলেও টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে চলে যাবে। এমন অবস্থায় শেষ টেস্টে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকেই সমর্থন দিচ্ছে অস্ট্রেলিয়া।

[৪] আগামী জুনে হতে যাওয়া ফাইনালে খেলা আগেই নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। লড়াইয়ে ছিল ইংল্যান্ডও। তবে সিরিজের তৃতীয় টেস্টে ১০ উইকেটে হেরে সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে ইংলিশদের। এখন তাই লড়াইটা কেবল ভারত আর অস্ট্রেলিয়ার। ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে ১০ উইকেটে হেরে ফাইনালে যাওয়ার লড়াই থেকে ছিটকে গেছে ইংল্যান্ড। লড়াইটা এখন শুধু ভারত ও অস্ট্রেলিয়ার।

[৫] এ প্রসঙ্গে অস্ট্রেলিয়ার সহকারী কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড সাংবাদিকদের বলেন, কিছুটা নিজেদের স্বার্থের ব্যাপার আছে, তাই নয় কি? অনেক দিন পর প্রথমবার ইংল্যান্ডকে আমরা সমর্থন করবো। আশা করছি, তারা সেখানে তাদের কাজটা ঠিকঠাক করতে পারবে।

[৬] আহমেদাবাদে তৃতীয় টেস্টের শুরু থেকেই দাপট দেখিয়েছেন স্পিনাররা। এই টেস্টে ৩০ উইকেটের মধ্যে ২৮ উইকেটই গেছে স্পিনারদের দখলে। সিরিজের শেষ টেস্টেও এমন স্পিনিং উইকেটের সম্ভাবনাই বেশি। অস্ট্রেলিয়া এই ম্যাচ আগ্রহ ভরে উপভোগ করবে বলে জানালেন ম্যাকডোনাল্ড।

[৭] তিনি বলেন, এটা কঠিন হতে যাচ্ছে, নিঃসন্দেহে। তারা এমন পিচে খেলছে যা স্পিন বোলিংয়ের উপযুক্ত। ভারতের শক্তির দিক হলো তারা স্পিন ভালো খেলে। আশা করি, (ইংল্যান্ড) ভালো করবে, দেখা যাক কী হয়। এখন আমাদের হাতে তো কিছু নেই, কিন্তু আগ্রহ ভরে আমরা ম্যাচ দেখবো। - ক্রিকফ্রেঞ্জি/ ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়