ওয়ালিউল্লাহ সিরাজ: [২] ‘বোরকা’ নিষিদ্ধ হতে পারে এমন শঙ্কায় অস্বস্তিতে রয়েছে দেশটির মুসলিমরা। আল-জাজিরা
[৩] ৩২ বছর বয়সী ভ্যালেন্টিনা নামের এক নারী আল-জাজিরাকে বলেন, আমি যখন নিকাব পরি তখন নিজেকে নিরাপদ মনে হয়। আমি মুসলিম হিসেবে এটাই আমার পছন্দের পোশাক।
[৪] সুইজারল্যান্ডে প্রস্তাবিত আইনে বলা হয়েছে কেউ জনসম্মুখে কিংবা লিঙ্গের ভিত্তিতে মুখ ঢাকতে পারবে না। তবে স্বাস্থ্যগত কারণে কিংবা ঐতিহ্যবাহী উৎসবে নিকাব পরতে পারবে।
[৫] স্থানীয় গণমাধ্যমে চালানো জরিপে দেখা গিয়েছে সুইজারল্যান্ডের মুসলিমরা মনে করেন সমাজে তাদের একঘরে করে রাখার জন্যই এমন আইন প্রণয়ন করতে যাচ্ছে দেশটির সরকার।