শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২১, ০৯:৪৮ সকাল
আপডেট : ০৩ মার্চ, ২০২১, ০৯:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]লেখক মুশতাকের হৃদরোগ ছিলো, হার্ট অ্যাটাকই মৃত্যুর সম্ভাব্য কারণ হতে পারে

সালেহ্ বিপ্লব, ইসমাঈল ইমু, আমীরুল ইসলাম: [২] গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তার ময়না তদন্ত হয়েছে। সেখানকার ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. সাফি মোহাইমেন জানান, বাইরে থেকে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি।

[৩] একই কথা বলেছেন মুশতাক আহমেদের কাজিন ডা. নাফিসুর রহমান, যিনি ময়না তদন্তের সময় উপস্থিত ছিলেন। তিনি আরও বলেন, ময়না তদন্তে দেখা গেছে, মুশতাক আহমেদের হার্টের আকার বেড়ে গিয়েছিলো।

[৪] হার্টের আকার বেড়ে যাওয়ার এই প্রাণঘাতী রোগের নাম কার্ডিওমেগালি। যে সব কারণে এই রোগ হয়, তার অন্যতম হচ্ছে হৃদরোগ। বন্ধুরা জানান, নিজের প্রতি ভীষণ রকম উদাসীন ছিলেন মুশতাক। ঠিকভাবে চিকিৎসা করাননি।

[৫] কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াসউদ্দিনও জানিয়েছেন, মুশতাক স্বাস্থ্যগত কোন সমস্যার কথা জানাননি। শুধু মাথাব্যাথা ও গ্যাসের ট্যাবলেট খেতেন।

[৬] মুশতাকের হৃদরোগের পাশাপাশি শ্বাসকষ্টও ছিলো, জানিয়েছেন ঘনিষ্ঠ এক বন্ধু। কার্ডিওলজিস্ট ডা. তারিক জানান, এটি হৃদপিণ্ডের আকার বৃদ্ধির একটি লক্ষণ।

[৭] প্রিভেন্টিভ মেডিসিন বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী জানালেন, কার্ডিওমেগালি হলে হার্ট ফেইলিউরের ঝুঁকি অনেক বেড়ে যায়।

[৮] হৃদরোগের সম্ভাবনার দিকে ইঙ্গিত করলেও আসল কারণটা কী জানা যাবে ভিসেরা রিপোর্টে।

[৯] ঢাকা মেডিক্যালের ফরেনসিক বিভাগের প্রধান ডা, সোহেল মাহমুদের কাছে জানতে চাইলে তিনি বলেন, ভিসেরা পরীক্ষা হবে সিআইডির ল্যাবে।

[১০] সিআইডির ফরেনসিক বিভাগের প্রধান ডা. নাজমুল জানান, ভিসেরা স্যাম্পল এখনও আমাদের কাছে আসেনি। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ
  • জনপ্রিয়