শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২১, ১২:২৬ দুপুর
আপডেট : ০৩ মার্চ, ২০২১, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্নীতির প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে হয়রানি, র‌্যাকের উদ্বেগ

ইসমাঈল ইমু: [২] সম্প্রতি দুর্নীতি বিরোধী সংবাদ প্রকাশের জেরে গণমাধ্যমকর্মী ও প্রতিষ্ঠানকে নানাভাবে হয়রানি করার প্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করেছে দুর্নীতি বিরোধী সাংবাদিক সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশন (র‌্যাক)। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

[৩] বিবৃতিতে বলা হয়, র‌্যাক অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের তথ্য এবং দুদকের শীর্ষ কর্মকর্তাদের বক্তব্যের ভিত্তিতে যথাযথভাবে সংবাদ প্রকাশের পরও কয়েকটি ব্যবসায়ীক প্রতিষ্ঠান প্রকাশ্যে-অপ্রকাশ্যে গণমাধ্যমকর্মী ও প্রতিষ্ঠানকে হয়রানি করে যাচ্ছে।

[৪] আরটিভিতে একজন কাস্টমস কর্মকর্তার দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করলে ওই কর্মকর্তা সরকারি প্যাড ব্যবহার করে র‌্যাক সদস্য আতিকা রহমানকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার হুমকি দিয়েছেন এবং রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে প্রচারিত প্রতিবেদনের বিরুদ্ধে বিজ্ঞাপন আকারে প্রতিবাদ প্রকাশ করেছেন।

[৫] এছাড়াও সময় টিভির সেলিয়া সুলতানা, ডিবিসি নিউজের আদিত্য আরাফাত, বৈশাখী টিভির তৌহিদুল ইসলাম এবং মানবজমিনের মারুফ কিবরিয়াসহ বেশ কয়েকজন সদস্য ও গণমাধ্যম প্রতিষ্ঠান দুর্নীতি বিরোধী প্রতিবেদন প্রকাশ করে হয়রানির শিকার হচ্ছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

[৬] অপরদিকে দুর্নীতির মামলায় আদালতের প্রসেডিংস নিয়ে প্রকাশিত প্রতিবেদন প্রত্যাহার করে নিতে অনলাইন সংবাদ পোর্টাল বিডিনিউজ টুয়েন্টিফোরকে অনবরত হুমকি দিয়ে আসছে এবং প্রধান সম্পাদকসহ দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে।

[৭] র‌্যাক মনে করে দুর্নীতি বিরোধী সংবাদ প্রকাশের জেরে গণমাধ্যমকর্মী ও প্রতিষ্ঠানগুলো যেভাবে হয়রানির শিকার হচ্ছে তা গণমাধ্যমের স্বাধীনতায় পরিস্কার হস্তক্ষেপ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়