শিরোনাম
◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আ.লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের

প্রকাশিত : ০২ মার্চ, ২০২১, ১০:৩৩ দুপুর
আপডেট : ০২ মার্চ, ২০২১, ১০:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মায়ের চিকিৎসার জন্য নিজের গাড়ি বিক্রি করলেন ক্রিকেটার রাজিব

স্পোর্টস ডেস্ক: [২] নারায়ণগঞ্জে জন্ম নেওয়া এ ক্রিকেটার এক সময় ছিলেন দেশের ক্রিকেটের ধূমকেতু। কিন্তু নিজের ভুলের কারণে এখন তিনি মাটিতে। সতীর্থ ক্রিকেটারের গায়ে হাত তোলার কারণ সব ধরনের ক্রিকেট থেকে ৫ বছর নিষিদ্ধ হন শাহদাত হোসেন রাজিব।

[৩] শাহাদাত আবারো ক্রিকেটে ফিরতে চান। তার মায়ের জন্য, পরিবারের জন্য, নিজের জন্য। জরায়ু ক্যানসারে আক্রান্ত তার মা। মায়ের চিকিৎসার জন্য নিজের গাড়িটিও বিক্রি করে দিয়েছেন এ ক্রিকেটার। সম্প্রতি একটি ভিডিও সাক্ষাৎকারে এমনটাই জানান তিনি।

[৪] আপনার এখন চাওয়া কী-এমন প্রশ্নের উত্তরে রাজিব বলেন, আমার এখন একটাই চাওয়া, আমি ক্রিকেটে ফিরতে চাই। আমি আর বেশি দিন হয়তো খেলতে পারব না। এখন যদি আমার বয়স ৩৬ হয়ে থাকে তাহলে আর ৪ বা ৫ বছর খেলতে পারব। আম্মুর অবস্থা খুবই খারাপ, এ জন্যও খেলতে চাই। এখন আমি অনেক ফিট আছি, পেস আগের মতোই আছে। বোর্ড যদি আমাকে অনুমতি দেয় তাহলে আবার আগের মতো মাঠে ফিরতে পারবো।

[৫] তিনি বলেন, ২০১৭ সালে হঠাৎ করে তার আম্মু ক্যানসারে আক্রান্ত হয়েছেন। পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেল তার জরায়ু ক্যানসার। তখন চিকিৎসায় অনেকটাই সুস্থ হয়েছিলেন রাজীবের মা। লকডাউনের সময়টাতে তার মা আবারও অসুস্থ হয়ে পড়েন। প্যারালাইজড হয়ে যান। বর্তমানে তার ক্যানসার থার্ড স্টেজে আছে।

[৬] চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খেতে হচ্ছে উল্লেখ করে এ ক্রিকেটার আরও বলেন, আমার এক ভাই জার্মানি থাকে ও সেখান থেকে হেল্প করছে। আর আমার একটি গাড়ি ছিল, আম্মুর চিকিৎসার জন্য সেটি বিক্রি করে দিয়েছি। বিসিবি যদি আমাকে আবার সুযোগ দেয় তাহলে আমি মায়ের পাশে দাঁড়াতে পারব। আমার তো আর কোনো পেশা নাই। দুই বছর বসে থাকার কারণে কষ্ট বাড়ছে। বিসিবি ও কোয়াবের কাছে ক্ষমা চেয়েছি। ইনশাল্লাহ, উনারা বিষয়টি বিবেচনা করে একটি ব্যবস্থা করবে। মাঠের ক্যারিয়ারে ৩৮ টেস্টে ৭১ উইকেট, ৫১ ওডিআইয়ে ৪৭ এবং ৬ টি - টোয়েন্টি ৪ উইকেট পেয়েছিলেন শাহাদাত। - সময় নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়