শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০২ মার্চ, ২০২১, ০৮:৩৩ সকাল
আপডেট : ০২ মার্চ, ২০২১, ০৮:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুড়িগ্রাম পিকআপ সিএনজি সংঘর্ষে নিহত এক,আহত-৫

সৌরভ ঘোষ:[২]  রাজারহাট-তিস্তা সড়কে পিকআপ ও সিএনজি মুখোমুখী সংঘর্ষে এক বৃদ্ধ নিহত এবং দুইজন আহত হয়েছেন। এঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসীর পাথরের টিলে পুলিশসহ আরো তিনজন আহত হয়েছে। পুলিশ ঘাতক পিকআপটিকে আটক করেছে।

[৩] প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাজারহাট-তিস্তা সড়কের অদিতি সুধি কানন তেলের পাম্পের পূর্বপাশে রেলের পাথর স্তুপ করে রাখার কারণে সোমবার (১লা মার্চ) রাত ৯টার দিকে রাজারহাট থেকে একটি পিকআপ তিস্তা অভিমুখে যাওয়ার সময় তিস্তা থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়।

[৪] এসময় সিএনজিতে রংপুর থেকে আসা নুরুল ইসলাম (৮২) নামের এক যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। তিনি উপজেলার সদর ইউনিয়নের দূর্গাচরণ ছাটগ্রামের মৃত দছিরউদ্দিনের পুত্র।এলাকাবাসীরা লাশ দেখতে ভিড় করলে দু’পাশের যানচলাচল বন্ধ হয়ে যায়।

[৫] খবর পেয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে দু’পাশের যানজট নিরসনে কাজ শুরু করে। কিন্তু বিক্ষুব্ধ কিছু উৎশৃঙ্খল যুবকরা অতর্কিতভাবে যানবাহনের উপর রেললাইনের পাথর ছুঁড়তে থাকলে রাজারহাট থানার এসআই শরিফুল ইসলাম, কন্সটেবল জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী মকবুল হোসেন আহত হয়।

[৬] তাদেরকে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। প্রায় এক ঘন্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসলে যানচলাচল স্বাভাবিক হয়।রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতের পরিবার থানায় কোন অভিযোগ করেননি। সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়