শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০২ মার্চ, ২০২১, ০২:৪২ রাত
আপডেট : ০২ মার্চ, ২০২১, ০২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জনভোগান্তি হলে কোনো ঠিকাদারকে ছাড় দেব না, হুঁশিয়ার করলেন চসিক মেয়র

রাজু চৌধুরী: [২] চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী কার্যাদেশ প্রাপ্ত ঠিকাদারদের উদ্দেশ্যে এই কথা বলেন।

[৩] সোমবার (১ মার্চ) বিকেলে পোর্টকানেক্টিং কলকা সিএনজি থেকে নয়াবাজার পর্যন্ত অংশের পিচ ঢালাইয়ের কাজ সরেজমিন পরিদর্শনে গিয়ে তিনি বলেন, অতীতে কি করেছেন তা ভুলে যান। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ না করার ফলে জনভোগান্তি হলে আমি কাউকে ছাড় দেব না। আগামী মাসের মধ্যে (এপ্রিল) পোর্ট পোর্টকানেক্টিং রোডের কাজ শেষ করতে চান সিটি মেয়র।

[৪] চট্টগ্রামের লাইফ লাইন হিসেবে পরিচিত এই সড়কটির কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে তিনি ঠিকাদারদের সময় বেঁধে দেন। আর তা নিশ্চিত করতে করপোরেশনের প্রকৌশল বিভাগকে তাগিদ দেন।

[৫] মেয়র পিসি রোডের কলকা সিএনজি থেকে নয়াবাজার মোড় পর্যন্ত অংশের পশ্চিম পাশের বেশ কিছু অংশে হেটে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি স্থানীয় অধিবাসীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শুনেন। তখন স্থানীয় বাসিন্দারা জনবহুল এই পিসি রোডের কাজের ধীর গতির জন্য তাদের ভোগান্তির কথা মেয়রকে অবহিত করলে তিনি দ্রুত কাজ শেষ করে ভোগান্তি কমাতে তাঁর পক্ষ থেকে যথা সম্ভব চেষ্টা করবেন বলে তাদের আশ্বস্ত করেন।

[৬] মেয়র বলেন, আমরা কাজ না করলে ঠিকাদারকে কালো তালিকা ভুক্ত করবো। আর যদি কেউ মৌখিকভাবে দোষ স্বীকার করে কাজ করবে কথা দেয় তাদের সে সুযোগও দেয়া হবে। সামনে বর্ষা, কাজেই নতুন কার্যাদেশ নিয়ে করতে গেলে সময়ক্ষেপন হবে। তাই চেষ্টা করছি যারা কাজ পেয়েছে তাদের থেকে কাজ আদায় করতে। না করলে তখন আইনি ব্যবস্থা নিব অবশ্যই।

[৭] এসময় স্থানীয় কাউন্সিলর অধ্যাপক মো. ইসমাইল, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজম্মেল হক, মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু ছালেহ, সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী আবু সাহাদাত মো. তৈয়ব, আশিকুল ইসলাম, স্থানীয় রাজনীতিক মো. হোসেন, গোলাম ফোরকান উপস্থিত ছিলেন।

[৮] উল্লেখ্য, এই পিসি রোডে ৪ গ্রুপে কাজ চলছে। এখানে কাজ করছে তাহের ব্রাদার্স, ম্যাক করপোরেশন ও রানা বিল্ডার্স। তাহের ব্রাদার্সের কাজ প্রায় শেষ। বাকী রয়ে গেছে রানা বিল্ডার্স ও ম্যাক এর। বর্ষার আগে জনবহুল এই পিসি রোডের পূর্ব পাশের ১ হাজার মিটার সড়কের পিস ঢালাই সম্পন্ন হলেও জনভোগান্তি অনেকাংশে কমে আসবে । এই অংশে এখন পিচ ঢালাইয়ের কাজ চলমান আছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়