শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০২ মার্চ, ২০২১, ০৮:৪৮ সকাল
আপডেট : ০২ মার্চ, ২০২১, ০৮:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টরন্টো শহীদ মিনার উদ্বোধনের সর্বজনীন কমিটির ভার্চুয়াল বৈঠক, ষড়যন্ত্র ঠেকানোর প্রত্যয়

সালেহ্ বিপ্লব: [২] কানাডার টরন্টোতে আইএমএলডির মিথ্যাচার ও বিতর্কিত ভূমিকার প্রতিবাদে লুটেরা বিরোধী মঞ্চের আহ্বানে এক অনলাইন সভা রোববার অনুষ্ঠিত হয়। সভায় অন্টারিওর সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবী সংগঠন ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

[৩] আলোচকরা অভিযোগ করেন, গত ২৬ ফেব্রুয়ারি শহীদ মিনার নির্মাণ পরিস্থিতি ব্যাখ্যার নামে লুটেরা অপশক্তিকে রক্ষা OTIMLD এর (Organization for Toronto International Mother Language Day Monument Inc.) এক পাতানো সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিনিধিত্বকারী কোন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক বা পেশাজীবী সংগঠন কিংবা নেতৃস্থানীয় কেউ নেতৃবৃন্দ-ব্যক্তিরা উপস্থিত ছিলেন না।

[৪] লুটেরা বিরোধী মঞ্চের অনলাইন আলোচনায় বক্তারা ২৬ তারিখের সেই পাতানো বৈঠকে অভিযুক্ত ও বিতর্কিত লুটেরাকে বৈধতার দানের পক্ষে তাদের সুবিধাভোগী কতিপয় ব্যক্তির ভূমিকার তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করেন। তারা বলেন, এই ঘটনার মাধ্যমে IMLD নিজেদের আরো বিতর্কিত করলেন এবং তাদের প্রতি আস্থার শেষ সুযোগটাও হাতছাড়া করলেন।

[৫]লুটেরা বিরোধী মঞ্চের প্রতিনিধিরা বলেন, বর্তমান কমিটির চেয়ারম্যান ও সভাপতি সংগঠনের অন্যান্য পরিচালকের মতামত ও সিদ্ধান্তের তোয়াক্কা না করে নিজেরা স্বেচ্ছাচারিতার ভিত্তিতে সংগঠনটি পরিচালনা করছেন। সংগঠনের কাঠামোতে চেয়ারম্যান নামে কোন পদ না থাকলেও চেয়ারম্যান পদ ব্যবহার করে, বর্তমান কমিটির চেয়ারম্যান ও সভাপতি লুটেরা বিরোধী আন্দোলনসহ নানা বিষয়ে ক্রমাগত মিথ্যাচার ও ভুল ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন। এ সব ঘটনার প্রেক্ষিতে আমরা মনে করি, এই কমিটির চেয়ারম্যান ও সভাপতি আইএমএলডি’র দায়িত্বশীল পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন।

[৬] বক্তারা বলেন, লুটেরা বিরোধী মঞ্চ থেকে ২১ ফেব্রুয়ারী উদযাপন অনুষ্ঠান থেকে অভিযুক্তকে বহিষ্কারের দুই সপ্তাহ সময় দেয়া হয়েছিলো। আর মাত্র ৫দিন বাকী আছে এরমধ্যে এ বিষয়ে স্পষ্ট ঘোষণা দেয়া না হলে, কমিটির প্রতি অনাস্থা আনা হবে, এবং তা বাতিলের কর্মসূচী দেয়া হবে। [৭] সভায় সর্বসম্মতভাবে টরন্টোর শহীদ মিনার উদ্বোধনের একটি সর্বজনীন কমিটি ঘোষণার প্রস্তাব গ্রহণ করা হয়। আন্দোলনকারীদের পক্ষ থেকে দ্ব্যর্থহীন বলা হয়, শহীদ মিনার নির্মাণ প্রক্রিয়ার সাথে কোন অভিযুক্ত, বিতর্কিত কোন ব্যক্তিকে রাখা হবে না। শহীদ মিনারকে আমরা কোনভাবেই কলঙ্কিত হতে দেবো না। প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বার্থে লুটেরা বিরোধী সামাজিক আন্দোলন চলবে। বক্তারা বলেন, যারা লুটেরাদের রক্ষার কমিউনিটির স্বার্থের বিপক্ষে যাবেন তাদেরকেও লুটেরাদের সহযোগী হিসেবে বর্জন করা হবে।

[৮] সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, লুটেরা বিরোধী মঞ্চ, কানাডার অন্যতম সংগঠক, মাহবুব চৌধুরী রনির সঞ্চালনায় ভার্চুয়াল আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রকৌশলী রেজাউর রহমান, ব্যারিস্টার আলমগীর হোসাইন, আব্দুল হালিম মিয়া, মাসুদ আলী লিটন, আহমেদ হোসেন, শিবু চৌধুরী, সুমন সাইয়ীদ, নওশের আলী, ডঃ মঞ্জুরে খোদা, আতিউর রহমান, এমরুল ইসলাম, নৃত্যশিল্পী অরুণা হায়দার, সৈকত রুশদী, ইউসুফ শেখ, ফারজানা চৌধুরী বিন্দু, রেজা অনিরুদ্ধ, হাসমত আরা চৌধুরী জুঁই, মোহাম্মাদ বাশার, মাসুক মিয়া, রেজা সাত্তার, শানদে, রাজিবুর রহমান, এরিন কবীর, আজফর সাঈদ ফেরদৌস, ইলিয়াছ খান, সোলায়মান তালুত রবিন, রোকেয়া পারভিন, ডঃ সুরভি সাঈদ, কণ্ঠশিল্পী নাহিদ কবীর কাকলী, রিফাত নওরীন, শেখ নাহার, লিটন কাজি, সোয়েব সাঈদ, লিটলী রায়, সাদ চৌধুরী, আসাদ নিশু, রুহুল চৌধুরী, আরিফ আহমেদ, জাকারিয়া চৌধুরী, মুনির রশিদ, ফাইজুল চৌধুরী, মিলাদ চৌধুরী, মামুনুর রশীদ, রতন রায়, রুবিনা চৌধরী, শিউলি জাহান, সুশীতল চৌধুরী, রানা কচি, বাবলু হক, সাইফুর রহমান, মিজান রহমান ও হামিদুল হক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়