শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০১ মার্চ, ২০২১, ১১:৪৬ দুপুর
আপডেট : ০১ মার্চ, ২০২১, ১১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীসহ সারাদেশেই বাড়ছে ডায়রিয়া রোগী, বাহিরের খোলা খাবার থেকে বিরত থাকার পরামর্শ আইসিডিডিআরবি’র

শাহীন খন্দকার: [২] রাজধানীর মহাখালীতে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর’বি) হাসপাতাল এবং পুষ্টি ও ক্লিনিকাল সার্ভিস বিভাগের প্রধান ডা. বাহারুল আলম বলেন, গত তিন দিনে হাসপাতালটিতে বেড়েছে রোগীদের ভিড়। গত ২৭ ফেব্রুয়ারি ২৪ ঘণ্টায় দেশের প্রধান উদারাময় হাসপাতালটিতে মোট ৫৯১ রোগী ভর্তি হন। ২৮ ফেব্রুয়ারি ভর্তি হন ৫৮০ জন। সোমবার বেলা ২টা পর্যন্ত ৩০১ জন হয়েছিলেন।

[৩] সোমবার দেখা গেছে, ভর্তি রোগীদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যা বেশি। হাসপাতালের প্রবেশের পর আঙ্গিনায় অভিভাবকরা রোগীদের ভর্তি করতে লাইনে দাঁড়িয়ে বা বসে অপেক্ষা করছেন।

[caption id="attachment_1298117" align="alignnone" width="1024"] ICDDRB[/caption]

[৪] হাসপাতালে রোগীর সংখ্যা বৃদ্ধির প্রসঙ্গে ডা. বাহারুল আলম আরও বলেন, করোনার শুরুর দিকে রোগীর সংখ্যা ১০০ থেকে ১৫০ জনে নেমে গিয়েছিলো। গ্রীষ্মকালে সাধারণত রোগীর সংখ্যা বেশি হয়। এপ্রিল ও মে মাস পর্যন্ত বর্ধিত রোগী সামাল দিতে হবে হাসপাতালটিকে।

[৭] তিনি বলেন, ডায়রিয়া পানিবাহিত রোগ। সুতরাং বিশুদ্ধ পানি পানের প্রতি সবাইকে গুরুত্ব দিতে হবে। শিশুদের ক্ষেত্রে ছয়মাস পর্যন্ত মায়ের বুকের দুধ ও এরপর দুধের পাশাপাশি পরিপূরক শক্ত খাবার দিতে হবে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়