শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০১ মার্চ, ২০২১, ১০:১৭ দুপুর
আপডেট : ০১ মার্চ, ২০২১, ১০:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেব্রুয়ারি মাসে ৪৮ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি

ইসমাঈল ইমু: [২] বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গতমাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৪৮ কোটি ১৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছে।

[৩] জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৫ লাখ ৭২ হাজার ৪১৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৬২ হাজার ৮৭৮ বোতল ফেনসিডিল, ১৬ হাজার ৬৭৯ বোতল বিদেশী মদ, ৯১৪ ক্যান বিয়ার, ২ হাজার ৬৯ কেজি গাঁজা, ৬ কেজি ৫৩৬ গ্রাম হেরোইন, ৫ হাজার ৫৭৪টি উত্তেজক ইনজেকশন, ৫ হাজার ৬৫৭টি ইস্কাফ সিরাপ, ১ হাজার ৬৫৭টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ৪ লাখ ৭৩ হাজার ৬৮টি অন্যান্য ট্যাবলেট।

[৪] জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ২ কেজি ৪১৬ গ্রাম স্বর্ণ, ৬৭ হাজার ৫৩৫টি কসমেটিক্স সামগ্রী, ২ হাজার ২৭টি শাড়ি, ৪৭০টি থ্রিপিস/শার্টপিস, ৮৯৫টি তৈরি পোশাক, ৩ হাজার ৭০৭ ঘনফুট কাঠ, ৭২৯ কেজি চা পাতা, ৩৩ হাজার কেজি কয়লা, ৮টি ট্রাক/কাভার্ডভ্যান, ৭টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ৬টি পিকআপ, ৮টি সিএনজি/ইঞ্জিন চালিত অটোরিকশা এবং ৬৬টি মোটর সাইকেল। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি পিস্তল, ১টি ওয়ান স্যুটার গান, ১টি পাইপগান, ৪টি বন্দুক এবং ১টি ম্যাগাজিন।

[৫] এছাড়াও সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২২৪ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২৯৭ জন বাংলাদেশী নাগরিক ও ৯ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়