শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ০১ মার্চ, ২০২১, ১০:০৭ দুপুর
আপডেট : ০১ মার্চ, ২০২১, ১০:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লাদাখ অচলাবস্তাকে কেন্দ্র করে ভারতের বৈদ্যুতিক পাওয়ার হাউজকে লক্ষ্যবস্তু বানিয়েছিলো চীন

সুমাইয়া ঐশী: [২] গত বছরের জুনে লাদাখ সীমান্তে চীন ও ভারতের সেনাবাহিনীর মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। এর চার মাস পর অক্টোবরে ভারতের মুম্বাইয়ে আকষ্মিক লোডশেডিং দেখা দেয়। ট্রেন, বসতবাড়ি এমনকি হাসপাতালের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে বিদ্যুৎহীন হয়ে পড়েন শহরের প্রায় ২০ মিলিয়ন মানুষ। সম্প্রতি এর কারণ খুঁজে বের করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান রেকর্ডেড ফিউচার। এনডিটিভি, দ্য নিউইয়র্ক টাইমস

[৩] রোববার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দ্য নিউ ইয়র্ক টাইমস, এনিয়ে একটি গবেষণাও প্রকাশিত হয়। সেখানে বলা হয়েছে, মুম্বাইয়ের ঐ বিশাল পাওয়ার কাটের কারণ ছিলো চীন। এতেই তৈরি হয় এই বিশাল পাওয়ার কাট।

[৪] রেকর্ডেড ফিউচার ভারতের পাওয়ার সিস্টেমে প্রবেশ করতে না পারায় ম্যালওয়ারের কোডকে চিহ্নিত করতে পারেনি। তবে এ নিয়ে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত, এমনটিই আশা এই সংস্থার। এর আগে ঐ ঘটনার পর ভারতের সংশ্লিষ্টরা পাওয়ার সিস্টেমে চীনের সাইবার হামলার কথা ইঙ্গিত দিয়েছিলেন এবং তদন্ত শুরু হয়েছে বলেও জানান। তবে তার রিপোর্ট এখনো প্রকাশ করা হয়নি।

[৬] এদিকে, এই সাইবার হামলাকে ভারতের প্রতি চীনের হুঁশিয়ারি বলে মনে করছেন অনেকে। সীমান্ত দ্বন্দ্ব নিয়ে চীন তার সক্ষমতার এক ঝলক নমুনা দেখিয়েছিলো বলে ধারণা করা হচ্ছে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়