আসিফুজ্জামান পৃথিল: [২] এই পরিবর্তন আনে অফিস অব ন্যাশনাল ইন্টালিজেন্স।এটির সমালোচনা শুরু হয়েছে বাইডেন প্রশাসনে। তবে জানা গেছে, শুরু থেকেই প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নাম যেভাবে ছিলো, সেভাবেই রাখা হয়েছে। সিএনএন
[৩] অফিস অব ন্যাশনাল ইন্টালিজেন্স এর পাঠানো প্রথম প্রতিবেদনটিকে ‘মৃত’ ঘোষণা করা হয়। এরপরই তৈরি করা হয় ২য় ভার্শন। সেটিতে প্রথমে খাসোগজি হত্যার সঙ্গে সম্পৃক্ত ঘোষিত ৩ ব্যক্তির নাম ছেটে ফেলা হয়। এই ব্যাপারে কোনও ধরনের ব্যাখ্যা দিতে অস্বীকৃতি জানিয়েছে গোয়েন্দা সংস্থাটি। এনপিআর
[৫] তবে তাদের এক মুখপাত্র সিএনএনকে বলেন, ‘আমরা পুর্ণমূল্যায়িত নথিটি ওয়েবসাইটে রেখেছি। তবে এটা সত্যি বাদ যাওয়া নাম ৩টি সেখানে থাকতে পারতো।’