শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০১ মার্চ, ২০২১, ০৬:০০ সকাল
আপডেট : ০১ মার্চ, ২০২১, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেটের দুর্ঘটনা কবলিত এলাকা রশিদপুরে কাফনের কাপড় পড়ে সাধারণ মানুষের মানববন্ধন

আবুল কাশেম:[২] সিলেটের দুর্ঘটনা কবলিত এলাকা রশিদপুরে কাফনের কাপড় পড়ে সাধারণ মানুষ মানবন্ধন ও নানা কর্মসূচি পালন করছেন।

[৩] রোববার ২৮ ফেব্রুয়ারী সিলেটের দক্ষিন সুরমা রশিদপুরে অবস্থান করে বিশ্বনাথ সমাজ কল্যান সংস্থা নামক একটি সংগঠনের নেতৃবৃন্দ ও জনসাধারণ পাঁচ দফা দাবিতে কাফনের কাপড় পরে তিনরাস্তার মোড়ে সিলেট-ঢাকা মহাসড়কে ‘মানবভ্রমের মাধ্যমে প্রতীকী গোলচত্ত্বর’ নির্মাণ করে সংগঠনটি।

[৪] এতে রাস্তার উভয়পাশে শতশত যানবাহন আটকাপড়ে যানজটের সৃষ্টি হয়। ১০মিনিট প্রতীকী মহাসড়ক অবরোধ শেষে পাঁচ দফা দাবি ঘোষণার মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।

[৫] আয়োজকরা জানান, অভিলম্বে রশিদপুরে গোলচত্ত্বর ও স্প্রিডব্রেকার নির্মাণ, ট্রাফিক পুলিশ মোতায়েন, সড়কবাতি স্থাপন ও ডিভাইডারের মাধ্যমে পৃথক লেন সৃষ্টি ও দূরপাল্লার বাসে দুজন করে চালক দিয়ে গাড়ি চালানো না হলে আগামীতে মহাসড়ক অবরোধসহ আরও কঠোর কর্মসূচি দিয়ে দাবি আদায় করা হবে।

[৬] কর্মসূচিতে একাত্বতা পোষণ করে নিজ নিজ ব্যাণার নিয়ে কর্মসূচিতে অংশ নেয় মানবসেবা রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন, মানবতার ঘর, বিশ্বনাথ ইসলামি ছাত্রসংস্থা, রাজ সংগীতালয় এবং বাচাঁও হাওর আন্দোলন।

[৭] প্রসঙ্গত, শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৭ টায় সিলেট-ঢাকা মহাসড়কের রশিদপুর নামক স্থানে সিলেটমুখি লন্ডন এক্সপ্রেস ও ঢাকামুখি এনা পরিবহনের দ্রুতগতির দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে দুই বাসের চালক, একজন চিকিৎসকসহ ৮ জন নিহত হয়েছেন। গুরুতরর আহত হয়েছেন আরও ১৮ জন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়