শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ০১ মার্চ, ২০২১, ০৭:০১ সকাল
আপডেট : ০১ মার্চ, ২০২১, ০৭:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুরের হারাগাছ পৌর নির্বাচনে আওয়ামীলীগের বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী এরশাদুল হক এরশাদ বিজয়ী

আফরোজা সরকার: রংপুরের বিড়ি শিল্পনগরী  কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর নির্বাচনে আওয়ামীলীগের বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী এরশাদুল হক এরশাদ (নারিকেল গাছ) বে সরকারী ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।১৫টি কেন্দ্রে ভোট পেয়েছেন ১২ হাজার৪’শ ৯২।নৌকা ৪হাজার ৯‘শ ৭৪ ভোট, ধানের শীষ-৩ হাজার ৬ ভোট ফেয়েছেন।তিনি বর্তমান মেয়র হাকিবুর রহমান মাস্টার (নৌকা) প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করেছেন। এখবর লেখা পর্যন্ত বে সরকারীভাবে বিদ্রোহী প্রার্থী এরশাদুল হক এরশাদ (নারিকেল গাছ) বে সরকারী ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন ।এই নির্বাচন কে ঘিরে প্রশাসনের নিছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছিল পুরো পৌর সভা এলাকা।রংপুরের জেলাপ্রশাসন সুত্রে জানাগেছে,গতকাল রোববার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সুষ্ঠু ভোট গ্রহনের লক্ষে হারাগাছ পৌরসভা জুড়ে আইণশৃঙ্খলা বাহিনী সদস্যরা মোতায়েন ছিল।

হারাগাছ মেট্রোপলিটন থানার ওসি মোঃ রেজাউল করিম সাংবাদিকদের বলেছেন,নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার জন্য ৩’ শ ৮০ জন পুলিশ অফিসার নিয়োগ দেয়া হয়েছে। আরো নিয়োগ করা হয়েছে ৪ প্লাটুন বিজিবি ও ২ প্লাটুন র‌্যাব সদস্য।ছিলেন ৯জন নির্বহী ম্যাজিষ্ট্রেটওএকজন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট।হারাগাছ পৌরসভার এই প্রথম ৯টি ওয়ার্ডের ২০টি কেন্দ্রে ইলেকট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট দেন ভোটাররা। পৌরসভায় মোট ভোটার ৪৯ হাজার ১৭ জন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা ২৫ হাজার ৩২৪ এবং পুরুষ ভোটার ২৩ হাজার ৬৯৩ জন ।সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা চলে ভোট গ্রহন বলে জানান রংপুরের সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ ফরহাদ হোসেন।

এদিকে, বেলা ৩টার দিকে হারাগাছ পৌরসভার বাংলা বাজার ভোট কেন্দ্র এলাকায় কাউনিয়া উপজেলা আওয়ামীলীগের কয়েকজন নেতা প্রভাব বিস্তার করতে গেলে স্থানীয় ভোটাররা তাদের গনধোলাই দিলে তারা প্রান বাচতে মসজিদে আশ্রয়নেয়। এ ঘটনায় কমপক্ষে ৭জন আহত হয়েছে।পরে প্রায় দুই ঘন্টা মসজিদে অরুদ্ধ অবস্থায় পুলিশ তাদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে পৌছেদেন।এছাড়াও আওয়ামীলীগের বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী এরশাদুল হক এরশাদ সমর্থকদের সাথে কয়েকটি স্থানে পুলিশের  ধাওয়াদেয়ার খবর পাওয়া গেছে।

পঞ্চম ধাপে হারাগাছ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী গত ১২ ফেব্রুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মেয়র পদে চারজন ছাড়া ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪৮ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্ডিদ্বতা করছেন এ পৌরসভার নির্বাচনে।

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়