শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০১ মার্চ, ২০২১, ০৬:২৮ সকাল
আপডেট : ০১ মার্চ, ২০২১, ০৬:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুশতাকের দুঃখজনক মৃত্যু এবং আমাদের বাধ্যতামূলক দায়

নাঈমুল ইসলাম খান: [২] কারাবন্দি মুশতাক আহমেদের মৃত্যুর প্রকৃত কারণ এবং এতে কর্তৃপক্ষের দায়-দায়িত্ব নিরূপনে পূর্ণাঙ্গ ও সুষ্ঠু তদন্ত হতে হবে।

[৩] ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যে কয়েকটি ধারা/উপধারা অপব্যবহারের সুযোগ রয়েছে সেগুলো অনতিবিলম্বে সংশোধন করতে হবে।

[৪] যারা ঢালাওভাবে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিলের দাবি করছেন, তারা ভুল করছেন। ডিজিটাল পৃথিবীতে ডিজিটাল অপরাধ ঠেকাতে এবং অপরাধীর সাজা নিশ্চিত করতে ডিজিটাল ক্ষেত্রের জন্য আইন তৈরি ছিলো সময়ের দাবি।

[৫] ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অপব্যবহার করে প্রতিমাসে যদি ৫ জনের সাথে অন্যায় করা হয় তার বিপরীতে সেই একই সময়ে এই আইনের ভয়ে আরও অন্তত পাঁচশত শান্তিপ্রিয় সাধারণ নাগরিককে বিরক্ত কিংবা বিপদে ফেলার চেষ্টা থেকে অপরাধীরা নিবৃত্ত থাকছে।

[৬] কোনো আইনের অপপ্রয়োগ বন্ধ করার ইচ্ছায় তার সংশোধনী যদি এমন হয় যে, এই আইনকে দুর্বৃত্তরা ভয়ই পাবে না, তবে সেটা হবে সমাজের জন্য ক্ষতিকারক। সুতরাং সাধু সাবধান।

[৭] পৃথিবীর দেশে দেশে আইনের দুর্বলতা প্রকাশ্য হলে সামাজিক চাপ দিয়ে তার সংশোধন ও পরিমার্জন করতে সিভিল সোসাইটি, রাজনৈতিক দল ও মিডিয়াকে ভূমিকা রাখতে হবে। শক্তিশালী ভূমিকা রাখতে হবে।

[৮] বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা ও সক্ষমতা বাড়ানোও এক্ষেত্রে খুবই প্রাসঙ্গিক এবং জরুরি কর্তব্য । এই কাজটা অতো সহজ নয়। (ঈষৎ বর্ধিত)

অনুলেখক: ফাহমিদা তিশা

  • সর্বশেষ
  • জনপ্রিয়