শিরোনাম

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ১১:১৫ দুপুর
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০৩৫ সালের মধ্যে চীনের জিডিপি দ্বিগুণ হবে বলছে ব্যাংক অব আমেরিকা

রাশিদ রিয়াজ : মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সংঘাত জড়িয়ে থাকলেও চীনের অর্থনীতির আকার ২০৩৫ সালের মধ্যে দ্বিগুণ হওয়ার পূর্বাভাস দিয়ে ব্যাংক আমেরিকা বলছে কোভিড মহামারীর মধ্যেও চীন দ্রুত অর্থনৈতিক পুনরুদ্ধার সম্ভব করেছে। আরটি

ব্যাংক অব আমেরিকা গ্লোবাল রিসার্চের প্রধান অর্থনীতিবেদ হেলেন কিয়াও সিএনবিসি’কে বলেন দ্রুত অর্থনৈতিক সংস্কার করতে পারায় চীনের জিডিপি এখন বছরে গড়ে ৪.৭ শতাংশ বৃদ্ধি পাচ্ছে। আগামী ১৫ বছর এ হার বজায় থাকবে। ২০২৭ থেকে ২০২৮ সালের মধ্যে চীনের অর্থনীতি যুক্তরাষ্ট্রের অর্থনীতিকেও ছাড়িয়ে যাবে। ইতিমধ্যে ইউরোপের সবচেয়ে বড় অংশীদার হয়ে উঠেছে চীন এবং এক্ষেত্রে যুক্তরাষ্ট্রকেও টপকে গেছে চীন। গত বছর করোনভাইরাস মহামারীতেও চীনের অর্থনীতি ২.৩ শতাংশ সম্প্রসারিত হয়েছে। আইএমএফ বলছে এ বছর দেশটির অর্থনীতির সম্প্রসারণ ঘটবে ৮.১ শতাংশ। অথচ গত বছর যুক্তরাষ্ট্রের অর্থনীতি সংকুচিত হয়েছে সাড়ে ৩ শতাংশ। তবে এবছর যুক্তরাষ্ট্রের অর্থনীতি সম্প্রসারিত হবে ৫.১ শতাংশ।

এমাসের শুরুতে প্রকাশিত এক প্রতিবেদনে কিয়াও বলেন চীনের অর্থনীতি দ্রুত অগ্রসর হলেও এক্ষেত্রে চ্যালেঞ্জ হচ্ছে বেশি বয়সের মানুষ, জিডিপির বিপরীতে তুলনামূলক উচ্চ ঋণ ও বিনিয়োগ নির্ভর প্রবৃদ্ধি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়