শিরোনাম

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৩৮ দুপুর
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেবে না বিএনপি: মির্জা ফখরুল

শাহানুজ্জামান টিটু: [২]  রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।

[৩] দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরতে এ সংবাদ সম্মেলন করেন বিএনপির মহাসচিব। এ সময় তিনি বলেন, ‘স্থায়ী কমিটির সভায় সম্প্রতি অনুষ্ঠিত বিভিন্ন উপজেলা পরিষদের উপ-নির্বাচন ও সব পৌরসভার নির্বাচনে সরকারের নগ্ন হস্তক্ষেপ এবং নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে চরম ব্যর্থতার তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হয়।’

[৪] তিনি বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই চরম প্রতিকূল অবস্থায় স্থানীয় সরকার নির্বাচনে অংশ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছিলো। কিন্তু সাম্প্রতিক অনুষ্ঠিত নির্বাচনগুলোতে এটা প্রমাণিত হয়েছে যে, এই নির্বাচন কমিশন কোন ও নির্বাচনই নিরপেক্ষ অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের যোগ্য নয়।

[৫] মির্জা ফখরুল বলেন, এই অনির্বাচিত সরকারের এজেন্ডা বাস্তবায়ন করাই তাদের প্রধান কাজ। এই এছাড়াও স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়নের বিরোধীতা বিএনপি সব সময়ই করেছে।

[৬] তিনি বলেন, গণবিরোধী স্বৈরাচারী সরকার নিজেদের অবৈধ ক্ষমতাকে ধরে রাখার জন্য সকল সাংবিধানিক অধিকারহরণ করে বিভিন্নকালা-কানুন বিশেষ করে ডিজিটাল নিরাপত্তা আইনের মত একটি ভয়ংকর নির্যাতনমূলক আইনের মাধ্যমে জনগণের বাক-স্বাধীনতা, লেখার স্বাধীনতা, সকল সাংবিধানিক অধিকার, স্বাধীন মত প্রকাশের স্বাধীনতাহরণ করে চলেছে। ইতিমধ্যে প্রায় ৭০০ ব্যক্তিকে এই আইনেরআওতায় আটক করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়