শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ১০:০৭ দুপুর
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ১০:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লেখক মুশতাক আহমেদের মৃত্যু নিয়ে কুচক্রী মহল ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে: ওবায়দুল কাদের

সমীরণ রায়: [২] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, এ মৃত্যু অবশ্যই দুঃখজনক। সঠিক ঘটনা উম্মোচন করতে ইতোমধ্যে তদন্ত কমিটি করা হয়েছে। ঘটনার রহস্য বের হয়ে আসবে। ডিজিটাল বাংলাদেশের জন্য ডিজিটাল নিরাপত্তা আইন যেমন জরুরি, তেমনি অপপ্রয়োগ যাতে না হয়, তবে সরকার অত্যন্ত সতর্ক রয়েছে এই আইনের ব্যবহার নিয়ে। সরকার মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। স্বাধীনতা মানে এই নয়, যার মতো যা খুশি বলার নিরঙ্কুশ বা একচেটিয়া অধিকার পাবে।

[৩] সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, যানবাহনে ফিটনেস গ্রহণে সরকার সেবা সহজিকরণে এবং গ্রাহকদের সুবিধার্থে দেশের যেকোনো সার্কেল অফিস থেকে সনদ গ্রহণের সুযোগ করে দিয়েছে। ড্রাইভিং লাইসেন্স দেওয়া শুরু হয়েছে, কয়েকদিনের মধ্যে বিভাগীয় পর্যায়েও প্রদান করা হবে। বিআরটিএকে একটি সঠিক সেবামুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। সেবা পেতে এখনও গ্রাহকদের ভোগান্তি আছে। এ ভোগান্তি প্রযুক্তির ব্যবহারের অনেকটা কমেছে। ডিজিটাল সেবা আরও বাড়ানা গেলে দুর্নীতি ও অনিয়ম কমে যাবে। বিআরটিএ’তে দালালের দৌরাত্ম্য এখনও আছে। কিছু কর্মকর্তা-কর্মচারীদের সখ্যতায় গড়ে উঠেছে এ চক্র।

[৪] বিভাগীয় কমিশনারদের নির্দেশনা দিয়ে তিনি বলেন, পরিবহনবিষয়ক যেকোনো অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার জন্য জেলা প্রশাসকের নির্দেশনা নিয়ে কাজ করতে হবে। অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সড়ক মহাসড়কে বেপরোয়া গাড়ি চালানো বন্ধ ও ইতোমধ্যেই সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভায় এ বিষয়ে কৌশল নির্ধারণে একটি সাবকমিটি গঠন করা হয়েছে।

[৫] আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ দিবসটি পালনের আহ্বান জানান কাদের।

[৬] রোববার বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) আয়োজিত সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়