শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৫৬ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় ভোট কেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণ, ধাওয়া-পাল্টা ধাওয়া

এএইচ রাফি: [২] এবারই প্রথম এই পৌরসভা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৮ কি থেকে বিকেেে ৪টা পর্যন্ত বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই চলেছে ভোট গ্রহণ৷

[৩] নির্বাচনে মেয়র পদে ছয়জন, সাধারণ কাউন্সিলর পদে ৫৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪৮টি। মোট ভোটার এক লাখ ২০ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৯ হাজার ৫৬২ ও নারী ভোটার ৬০ হাজার ৯৪২ জন।

[৪] তবে জেলার সরকারি কলেজ ভোট কেন্দ্র এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়াও গোকর্ণঘাট ও মেড্ডা দুইটি ভোট কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

[৫] স্থানীয়রা জানায়, বেলা১১টার দিকে সরকারি কলেজ ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রের পাশের সড়কে হঠাৎ করে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় পথচারীদের পধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভোটাররাও কেন্দ্রে আতঙ্কিত হয়ে পড়েন। ককটেল বিস্ফোরণের পরই কেন্দ্রটিতে ভোটারদের উপস্থিতি কমতে থাকে।

[৬] বেলা পৌনে ১২টার দিকে সরকারি কলেজ ভোটকেন্দ্রে গিয়ে কোন ভোটার দেখা যায়নি। দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রটিতে ভোট পড়েছে মাত্র ৩২১টি। কেন্দ্রের ভোটার সংখ্যা দুই হাজার ২১৮।

[৭] ওই ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার আনোয়ার হোসেন বলেন, আমরা ভোটকেন্দ্র থেকে বিস্ফোরণের শব্দ শুনেছি। তবে ভোটকেন্দ্রে কোনো সমস্যা হয়নি।

[৮] সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা জানান, ককটেল বিস্ফোরণের কোনো খবর আমরা পাইনি। ভোটকেন্দ্র ও আশপাশ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়