শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৩৮ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ে মামলা তুলে নিতে স্ত্রীকে হয়রানী ও প্রাণ নাশের হুমকি

সাদ্দাম হোসেন : [২] নির্যাতনের শিকার ওই স্ত্রী গত ১৯ ফেব্রুয়ারী তার স্বামী সাইফুর রহমান ফারুকের বিরুদ্ধে ঠাকুরগঁাও সদর থানায় একটি মামলা দায়ের করলে ওইদিন রাতেই পুলিশ তাকে আটক করে। এর পর থেকেই অভিযোগকারী স্ত্রী অহিদা পারভিনকে প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে ফারুকের পরিবারের লোকজন।

[৩] ভুক্তভোগী স্ত্রী অহিদা পারভিন জানান, ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে জেলার সদর উপজেলার ফকদনপুর গ্রামের শামসুল হকের পুত্র সাইফুর রহমান ফারুকের সাথে আমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই আমার স্বামী ও তার পরিবারের লোকজন আমাকে যৌতুকের ৫ লাখ টাকার জন্য চাপ দিতে থাকে এবং শারিরিক ও মানসিক নির্যাতন করে। আমি একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চাকরী করি এবং প্রাইমারী ট্রেনিংয়ের জন্য আমাকে ঠাকুরগঁাও পিটিআই এর পাশে একটি বাসা ভাড়া নিয়ে থাকতে হয়। ঘটনার দিন গত ৫ ফেব্রুয়ারি আমার স্বামী এবং তার পরিবারের লোকেরা আমার ওপর অমানবিক অত্যাচার চালায়। আমি ও আমার মেয়ে দুজনেই আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে বিলম্ব করে মামলাটি করি। মামলা করার পর পুলিশ ফারুককে আটক করে ।

[৪] এরপর থেকেই ফারুকের পরিবারের লোকেরা আমাকে রাস্তাঘাটে বিভিন্ন ভাবে প্রাণ নাশের হুমকি দিতে থাকে এবং আমাকে হয়রানি করার উদ্দেশ্যে তারা বিভিন্ন অনলাইন পত্রিকায় আমার ছবি ব্যবহার করে মিথ্যে ও বানোয়াট সঙবাদ প্রকাশ করে।

[৫] এ ব্যপারে জেলার সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম জানান, আমরা অহিদা পারভিনের মামলাটির প্রেক্ষিতে তার স্বামী ফারুককে সেদিন রাতেই গ্রেফতার করি। অহিদাকে প্রান নাশের হুমকির বিষয়ে লিখিত অভিযোগ পেলে সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়