শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৫৪ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুলিশের মধ্যস্থতায় টিউশনির টাকা পেলেন বিশ্ববিদ্যালয় ছাত্রী

সুজন কৈরী : [২] রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী পুলিশের মধ্যস্থতায় টিউশনির টাকা ফেরত পেয়েছেন।পুলিশ জানায়, রাজশাহীর মতিহার এলাকায় এক ভদ্রলোকের সন্তানকে পড়ানোর জন্য সেই ভদ্রলোক ও তার পরিবারের সঙ্গে শিক্ষার্থীর মৌখিক চুক্তি হয়। চুক্তি অনুযায়ী পড়ানো শেষ হলে শিক্ষার্থী তার পাওনা টাকা চান। কিন্তু সেই পরিবারটি তাকে প্রাপ্য টাকার অর্ধেকেরও কম নিতে প্রস্তাব করে। শিক্ষার্থী নিতে অস্বীকার করেন এবং সম্পূর্ণ পাওনা দাবী করেন। এক পর্যায়ে তার পাওনা না নিয়েই তিনি তার হোস্টেলে ফিরে আসতে বাধ্য হন। স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে তাৎক্ষনিকভাবে খুব উচ্চবাচ্য করার সাহসও পাননি বিশ্ববিদ্যালয় পড়ুয়া ওই শিক্ষার্থী।

[৩] পরে গত ২৪ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং পরিচালিত ‘বাংলাদেশ পুলিশ অফিসিয়াল ফেসবুক পেজে’ ইনবক্সে সহায়তা চেয়ে একটি বার্তা পাঠান। বার্তা গ্রহণের পর মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং সংশ্লিষ্ট থানার অফিসার ইন চার্জকে অবগত করে এবং বিষয়টি সমাধানের উদ্যোগ নিতে নির্দেশনা দেয়। ফলে উভয় পক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে বিষয়টির সমাধান করা হয়।

[৪] পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স) মো. সোহেল রানা জানান, ছাত্র ছাত্রীদের অনেকেই টিউশনি করে নিজেদের পড়ালেখার খরচ চালিয়ে থাকেন। তাই তাদের প্রতি সহযোগিতার মনোভাব প্রদর্শন করা উচিত এবং তাদের যে কোনও সৎ চেষ্টা ও উদ্যমকে সকলেরই সমর্থন জানানো উচিত বলে মনে করে বাংলাদেশ পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়